Breaking News
 
Mamata Banerjee:TMCP প্রতিষ্ঠাদিবসে স্মৃতিচারণা মমতা: ‘মাথা লক্ষ্য করে গুলি চালানো হত, একজন হাত তুললেই…’ Bengal elections 2025:মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে বাম, বিজেপি ও কমিশনকে নিশানা: ‘জীবন থাকাকালীন কারও ভোটাধিকার কেড়ে নিতে দেব না’ Mamata Banerjee:‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কে মমতার তোপ: ‘বাংলার বিরুদ্ধে বদনাম করতে সিনেমায় টাকা দেওয়া হচ্ছে’ TMCP Foundation Day: টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে আর জি কর প্রসঙ্গে তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের—একহাত নিলেন বিরোধীদের! SSC Exam 2025: অযোগ্যদের তালিকা ৭ দিনের মধ্যে প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের, এসএসসি নিয়োগে কড়া নজর আদালতের! Bihar On High Alert: নেপাল হয়ে বিহারে জইশ জঙ্গির অনুপ্রবেশ, গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি!

 

Tripura

1 year ago

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ত্রিপুরা সরকারের কঠোর অবস্থান : খাদ্যমন্ত্রী সুশান্ত

Food Minister Sushant Chowdhury
Food Minister Sushant Chowdhury

 

শান্তিরবাজার : সরকারের লক্ষ্য ভোক্তাগণ যেন কোনও অবস্থাতেই প্রতারিত বা বঞ্চিত না হন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নিয়েছে। এজন্য প্রতিনিয়ত বিভিন্ন বাজারে অভিযান চালানো হচ্ছে। সরকার লক্ষ্য রাখছে কোনও অবস্থাতেই যেন মেয়াদ উত্তীর্ণ পণ্য সামগ্রী বাজারে বিক্রয় না হয়।  দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে লিগ্যাল মেট্রোলজি অফিস ও পরীক্ষাগারের পাকা ভবনের উদ্বোধন করে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, শান্তিরবাজারে লিগ্যাল মেট্রোলজি অফিস নিয়ে রাজ্যে মোট ১৮টি লিগ্যাল মেট্রোলজি অফিস রয়েছে। লিগ্যাল মেট্রোলজি অফিসগুলিতে ভোক্তাগণ পণ্য সামগ্রী নিয়ে তাদের অভিযোগ জানাতে পারবেন। পণ্য সামগ্রীর গুণগতমানও তারা এই অফিসে পরীক্ষা করার সুযোগ পাবেন। তিনি আরও বলেন, রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করা হচ্ছে। গণবণ্টন ব্যবস্থায় ভোক্তাদের কাছে সঠিক পরিমাণে ও গুণগত পণ্য সামগ্রী পৌঁছে দেওয়া সুনিশ্চিত করতে রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে ভোক্তাদেরও সচেতন করে তোলার জন্য খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য প্রমুখ।


You might also like!