Tripura

2 weeks ago

Dr. Manik Saha: বিশ্বের বাজারে আগরভিত্তিক শিল্পের উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বিশ্বের বাজারে আগরভিত্তিক শিল্পের উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। আগর রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের প্রতীক। আগর চাষ এ রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির সাথেও জড়িয়ে আছে। আগরতলায় একটি বেসরকারি হোটেলে ত্রিপুরা বন দপ্তর আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক আগর উড কনক্লেভ এবং আগরভিত্তিক ক্রেতা বিক্রেতা সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই কনক্লেভ ও ক্রেতা বিক্রেতা সম্মেলন রাজ্যে আগরভিত্তিক অর্থনীতিকে সুদৃঢ় করবে। এই কনক্লেভে বিভিন্ন অর্থপূর্ণ আলোচনা, যৌথ প্রচেষ্টা ও উদ্ভাবনী বিষয় আন্তর্জাতিক বাজারে রাজ্যের আগরকে তুলে ধরার পথকে আরও প্রসারিত করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে ত্রিপুরা আগর চাষ ও বাণিজ্যে গ্লোবাল হাবে পরিণত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, দপ্তরের প্রধান সচিব তথা প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে সামাল, ত্রিপুরা জাইকা (স্ক্যাটফর্ম প্রজেক্ট)'র মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও প্রকল্প অধিকর্তা পি এল আগরওয়াল, নর্থ ইস্ট কাউন্সিলের কনফেডারেশান অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সদস্য সঞ্জয় গাড়ওয়াল প্রমুখ।

You might also like!