Tripura

1 year ago

Amrit Kaal of Independence:বৃক্ষরোপন, শিলা ফলক স্থাপনের মধ্য দিয়ে অমৃতকাল উদযাপনের দ্বিতীয় পর্ব সম্পন্ন কমলপুরে, নানা কর্মসূচি গোটা জেলায়

Amrit Kaal of Independence
Amrit Kaal of Independence

 

ধলাই, ১৪ আগস্ট  : সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও চলছে স্বাধীনতার অমৃতকালের শ্রদ্ধাপূর্ণ উদযাপন। নানা কর্মসূচির মধ্য দিয়ে এই উদযাপন হচ্ছে রাজ্যের একমাত্র উন্নয়নকামী জেলা ধলাইতে। জেলার কমলপুরে বসুধা বন্ধন এবং শিলা ফলক উন্মোচন হল সোমবার। কমলপুর নগর পঞ্চায়েতের উদ্যোগে এবং কমলপুর মহকুমা প্রশাসনের সহযোগিতায়। কমলপুর সরকারি স্নাতক শিক্ষা ভবনের মাঠে। দিন নগর পিতা প্রশান্ত সিংহ, সহ নগর উপ পিতা সুব্রত মজুমদার, বিধায়ক মনোজ কান্তি দেব, মহকুমা শাসক লালরিংনেতা ডারলং সহ নগর পঞ্চায়েতের সকল সদস্য এবং আধিকারিক ও কর্মীদের উপস্থিতিতে এবং কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে চারা গাছ রোপন করে এবং শিলা ফলকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক সহ অতিথিবৃন্দ। এরপর হয় সংক্ষিপ্ত আলোচনা। আলোচনায় বিধায়ক মনোজ কান্তি দেব সহ অতিথিবৃন্দ বীর সন্তানদের স্মৃতিচারণ করেন এবং দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার পাশাপাশি দেশেকে ২০৪৭ সালের মধ্যে এক উন্নত এবং আদর্শ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিক, সংগঠন, সংস্থা ও ছাত্রসমাজের এবং যুবকদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সুসংহত করতে প্রত্যেক দেশবাসী ও প্রত্যেক নাগরিকের ভূমিকা ও কর্তব্য সম্পর্ক আলোচনা করেন।

বসুধা বন্ধনে ৭৫টি বিভিন্ন স্থানীয় প্রজাতির গাছের চারা রোপন করা হয়। শিলা ফলকে এলাকার বীর সন্তানদের নাম লেখা হয়েছে যারা দেশের স্বাধীনতার যুদ্ধে এবং স্বাধীনতা রক্ষায় অবদান রেখেছেন। স্বাধীনতা দিবসে অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বীর সন্তানদের পরিবার পরিজনদের সম্মান জানানো হবে।


You might also like!