Tripura

1 year ago

Road accident in Tripura:ত্রিপুরার পৃথক জায়গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাতজন

Road accident in Tripura
Road accident in Tripura

 

কুমারঘাট/উদয়পুর  : ত্রিপুরার পৃথক জায়গায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতজন।  ট্রিপার এবং লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা কুমারঘাট থানাধীন কাঞ্চনছড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে। টিআর০১একিউ ১৮৪০ নম্বরের ট্রিপার গাড়ি ধর্মনগর এর উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে মাল বোঝাই ডাব্লিউবি৪১জে৯৬৩৯ নম্বরের লরি আগরতলার উদ্দেশ্যে আসছিল।

কাঞ্চনছড়া এলাকায় আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় ট্রিপার গাড়িটি। গুরুতর আহত হন ট্রিপার গাড়ির চালক সেতাব উদ্দিন। তাছাড়া আহত হন অন্য লরির চালক সুকান্ত মাঝি এবং গাড়িতে থাকা দুই সহচালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী এবং স্থানীয় থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুমারঘাট মহাকুমা হাসপাতালে। জানা গেছে ট্রিপার চালকের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রিপার চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা।

অন্যদিকে, বাইক দুর্ঘটনায় আহত দুই। উদয়পুর রেলস্টেশনে প্রায় প্রতিদিন বাইক কিংবা গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ও পুলিশ এ ক্ষেত্রে নীরবতা পালন করে চলছে। উদয়পুর শহরে প্রত্যেকদিন ট্রাফিক পুলিশ বাইক গাড়ি চেকিংএর নামে হয়রানি করছে গাড়ি কিংবা বাইক চালকদের। অথচ যেখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলছে সেখানে পুলিশ দেখা যায় না।

 উদয়পুর রেলস্টেশনে টিআর ০৭ডি৮১২৬ নম্বরের একটি বাইক নিয়ে পালাটানার তিনযুবক সাগর মিয়া,স্বপন মিয়া (১৭), ইকবাল হোসেন (২৩) উদয়পুর রেলস্টেশনে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে। সঙ্গে সঙ্গে ইকবাল ও স্বপন মাটিতে লুটিয়ে পড়ে। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দফতরে।

অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা গিয়ে আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আহত তিন জনের মধ্যে স্পপন মিয়া ও ইকবাল হোসেনকে জেলা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালাচ্ছেন আর সাগর মিয়ার‌ আঘাত গুরুতর না হ ওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

You might also like!