Tripura

10 months ago

Tripura:ত্রিপুরায় খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, স্বস্তি টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীদের

Recruitment process will start soon in Tripura, Relief TET passed unemployed youth
Recruitment process will start soon in Tripura, Relief TET passed unemployed youth

 

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি  : আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীরা৷ বহুদিন ধরে চলা অনিশ্চয়তার মাঝে কিছুটা হলেও আশার আলো দেখতে পেলেন চাকরি প্রত্যাশীরা৷ খুব শীঘ্রই টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে৷ প্রস্তুতি চলছে৷ সোমবার চাকরি প্রত্যাশী টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীরাই এ খবর জানিয়েছেন৷

আজ সোমবার ২০২২ সালের টেট উত্তীর্ণ বেকার যুবক–যুবতীদের একাংশ পুনরায় শিক্ষাভবনে টিআরবিটির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন৷ তাঁরা জানিয়েছেন, এদিন টিআরবিটির পরীক্ষা নিয়ামকের সাথে তাঁদের কথা হয়েছে৷ শিক্ষা নিয়ামক জানিয়েছেন, তাঁদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে৷ সমস্ত আইনি জটিলতা কেটে গিয়েছে৷ ফাইল চালাচালি হচ্ছে৷ সুপ্রিম কোর্টে একটি রায়ের পরিপ্রেক্ষিতে নতুন করে নিয়োগ নীতি প্রণয়ন করার আবশ্যকতা দেখা দিয়েছে৷ তাই এই প্রক্রিয়া এতদিন বিলম্বিত হয়েছে৷ এখন নাকি প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে যাবে৷

চাকরি প্রত্যাশী বেকার যুবক–যুবতীরা শিক্ষ দপ্তরের অধিকর্তার সাথেও দেখা করেছেন৷ তিনিও আশার আলো দেখিয়েছেন৷ খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে তিনিও আশ্বাস দিয়েছেন৷ আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন বেকার যুবক–যুবতী৷তাঁদের বিশ্বাস, লোকসভা নির্বাচনের আগেই তাঁরা নিয়োগ পেতে পারেন৷


You might also like!