Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Tripura

1 year ago

Tripura:ত্রিপুরায় পুজোর চাঁদা-জুলুম, আত্মরক্ষায় বাড়ি ছেড়ে জঙ্গলে নৈশযাপন পরিবারকে

Puja extortion-oppression in Tripura, family leaves home and spends night in forest in self-defence
Puja extortion-oppression in Tripura, family leaves home and spends night in forest in self-defence

 

উদয়পুর (ত্রিপুরা), ৫ অক্টোবর  : আর মাত্র কয়েকদিন বাকি শারদীয়া দুর্গোৎসবের। পূজাকে কেন্দ্র করে ত্রিপুরার জাতি-উপজাতি অংশের মানুষের মধ্যে দেখা যায় উৎসাহ উদ্দীপনা। কিন্তু বর্তমানে চাঁদা নিয়ে মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। চাঁদার জুলুমবাজি এতটাই বেড়েছে যে আত্মরক্ষার জন্য বাড়িঘর থেকে পালিয়ে জঙ্গলে রাত কাটাতে হয়েছে একটি পরিবারকে।

ঘটনাটি ঘটেছে গোমতি জেলার উদয়পুর মহারানি এলাকায়। জনজাতি মহিলা অঞ্জলি জমাতিয়া কিছু দিন আগে মহারানি এলাকায় জায়গা কিনে বাড়িঘর করে দুই মেয়ে ও স্বামীকে নিয়ে বসবাস করছেন। অঞ্জলি জমাতিয়া জানান, বুধবার রাত প্রায় ১২টা নাগাদ মহারানি ব্রীজ এলাকায় নবশক্তি ক্লাবের কতিপয় সমাজদ্রোহী তাঁর বাড়িতে গিয়ে দুর্গা পূজার চাঁদা দাবি করে। এত রাতে কেন চাঁদার জন্য বাড়িতে এসেছেন, চাঁদা নিতে হলে দিনের বেলা আসতে হবে বলে জানান অঞ্জলি।

এর পর ক্লাবের কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক অঞ্জলি জমাতিয়ার গায়ে হাত তুলে। ভয়ে তাঁর দুই মেয়ে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয় রাতে। আজ বৃহস্পতিবার বিকেলে উদয়পুর মহিলা থানায় গিয়ে ক্লাবের ওই সব সমাজদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ জানান অঞ্জলি জমাতিয়া। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজীব দাশ, নিতাই গোপ, উত্তম ঘোষ, বাপি সাহা, শেখর দাশ, রাহুল গুপ্ত, তন্ময় দাশ, নারায়ণ দাশ ও শেখর দাশগুপ্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

You might also like!