Tripura

4 months ago

Panchayat Election:পঞ্চায়েত নির্বাচন : ধলাই জেলা সদরে বাড়ি বাড়ি প্রচার বিজেপির

Door-to-door campaign of BJP in Dhalai district headquarters
Door-to-door campaign of BJP in Dhalai district headquarters

 

ধলাই (ত্রিপুরা), ২৮ জুলাই  : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের আবহে প্রায় সত্তর ভাগ গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় নিশ্চিত করেছে শাসক বিজেপি এবং জোটশরিক তিপ্রা মথা। রাজ্যের অন্যান্য অনেক অংশের মতো ধলাই জেলা সদরেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনগুলোতে। এরই অঙ্গ হিসেবে আমবাসা পঞ্চায়েত সমিতির চার নম্বর আসনের বিজেপি প্রার্থী উত্তম দেবনাথের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করলেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।

বাসুদেবপাড়া গ্রাম পঞ্চায়েতের সব কয়টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছে বিজেপি। এবার রয়েছে পঞ্চায়েত সমিতি। সমিতির চার নম্বর আসনে বিজেপি-প্রার্থী উত্তম দেবনাথ। দিনকয়েক আগে রাজনৈতিক হামলাও হয়েছিল রাতের আঁধারে। সে যা-ই হোক, প্রার্থী উত্তম দেবনাথকে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে নেতৃত্বে দেন বিজেপির ধলাই জেলা সাধারণ সম্পাদক তথা আমবাসা পুর পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রধর।

আজ রবিবার দলীয় কর্মী-সমর্থকরা এবং প্রার্থীকে নিয়ে পঞ্চায়েতের প্রতিটি জনপদে বাড়ি বাড়ি যান গোপাল সূত্রধর। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ এবং বিগত দিনে পঞ্চায়েতের কাজকর্মের নিরিখে ভোট প্রার্থনা করেন তাঁরা।

গোপাল সূত্রধর জানিয়েছেন, প্রার্থীর জয় নিয়ে তাঁরা নিশ্চিত। ভোটে মানুষ বিরোধীদের সমস্ত কুৎসা ও অপপ্রচারের সমুচিত জবাব দেবেন।


You might also like!