Breaking News
 
Air Force plane crashes at college in Bangladesh: বাংলাদেশে কলেজে বায়ুসেনার বিমান ভেঙে পড়ল, আতঙ্কে কাঁপল এলাকা Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী!

 

Tripura

1 year ago

Tripura: বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন আসামির মৃত্যু

Death of an under-trial convict in Vishalgarh Central Correctional Facility
Death of an under-trial convict in Vishalgarh Central Correctional Facility

 

আগরতলা : বিশালগড়ে কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন এক আসামির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম বাবুল দাস। বাড়ি আগরতলা শহরের অরুন্ধতীনগরে। মৃতদেহ জিবি হাসপাতালে রাখা হয়েছে। বুধবার ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।১৪ জুলাই অরুন্ধতীনগর এলাকার বাসিন্দা বাবুল দাসের স্ত্রীর মৃত্যু হয় অগ্নিদগ্ধ হয়ে। এই ঘটনার পর মৃতার বাপের বাড়ি থেকে বাবুল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সে মোতাবেক পুলিশ বাবুল দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে বাবুল দাসকে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে রাখা হয়।

বাবুল দাসের নিকটাত্মীয়ের কাছে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ফোন করে জানানো হয়, বাবুল দাস অসুস্থ, তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সে অনুয়ায়ী পরিবারের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান। তাঁরা বিশালগড় মহকুমা হাসপাতালে গিয়ে দেখেন বাবুলের মৃতদেহ পড়ে রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট। নাকে, মুখে ও কানে রক্তের দাগও দেখেছেন তাঁরা। তাঁদের প্রশ্ন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংশোধনাগারে কী করে মৃত্যু হয়েছে বাবুল দাসের।

এদিকে, সংশোধনাগারের কর্মীরা জানিয়েছেন, সিঁড়ি দিয়ে নামার সময় বাবুল পড়ে গিয়েছিলেন। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বাবুল দাসের। মৃতদেহের ময়না তদন্ত হবে জিবি হাসপাতালে। এর পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

You might also like!