Tripura

9 months ago

CPIM candidate Ratan:বিজেপি সরকার জাতিকে পঙ্গু করে দিয়েছে, অবমূল্যায়ন করেছে সংবিধানকে : সিপিআইএম প্রার্থী রতন

CPIM candidate Ratan
CPIM candidate Ratan

 

আগরতলা  : ত্রিপুরার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট প্রচারে বেরিয়ে আইএনডিআইএ ব্লকের সিপিআইএম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক রতন দাস অভিযোগ করেন, ক্ষমতাসীন বিজেপি সরকার জাতিকে পঙ্গু করে দিয়েছে এবং সংবিধানকে অবমূল্যায়ন করেছে।

দশমীঘাট এলাকায় প্রচারে বেরিয়ে সাংবাদিকদের সাথ কথা বলতে গিয়ে সিপিআইএম প্রার্থী ভোটের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেন, রামনগর আসনের উপনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ৬ বছরের বিজেপি শাসনে মানুষ কিছুই পায়নি। জনগণ বর্তমানে যা কিছু সুবিধা ভোগ করছে তা অতীতের বাম শাসনামলে করা হয়েছিল। তাই, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য জনগণ বিজেপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে আইএনডিআইএ ব্লকের প্রার্থীকে জয়ী করতে প্রস্তুত। উল্লেখ্য সিপিআইএম এবং কংগ্রেস উভয় দলের নেতা এবং সমর্থকদের উপস্থিতি দেখা গেছে প্রচার কর্মসূচীতে।

বিজেপি প্রার্থী দীপক মজুমদার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে আইএনডিআইএ ব্লকের সিপিআই-এম প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক রতন দাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে দীপক মজুমদার কংগ্রেসের হয়ে খোয়াই বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং পরাজিত হয়েছিলেন।

You might also like!