Tripura

3 months ago

Transport Department Secretary CK Jamatia:আগরতলা-সাব্রুম ডেমু লোকাল ট্রেন পরিষেবা ছাড়া বাকি সমস্ত ট্রেন পরিষেবা চালু রয়েছে : পরিবহণ সচিব

Transport Department Secretary CK Jamatia
Transport Department Secretary CK Jamatia

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বর্তমানে আগরতলা-সাব্রুম ডেমু লোকাল ট্রেন পরিষেবা ছাড়া বাকি সমস্ত ট্রেন পরিষেবা চালু রয়েছে। আগরতলা-সাব্রুম রেল পরিষেবা পুনরায় চালু করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে। আগামী দু'একদিনের মধ্যে ট্রেন পরিষেবা চালু করা যাবে বলে আশা করা যাচ্ছে। সচিবালয়ের সাংবাদিক সম্মেলনে পরিবহণ দপ্তরের সচিব সি কে জমাতিয়া একথা জানান।

পরিবহণ সচিব আরও জানান, শান্তিবাজার-গর্জি রেল লাইনের মধ্যে ৩-৪টি জায়গায় রেল ট্র্যাকের ক্ষতি হয়েছে। রেলওয়ের প্রকৌশলীরা তা মেরামতের উদ্যোগ নিয়েছেন। অতিসত্ত্বর মেরামতের কাজ শেষ করা যাবে। বন্যা পরিস্থিতির পর রাজ্যে বিমান, সড়ক ও রেলওয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে পরিবহণ দপ্তরের প্রয়াস অব্যাহত রয়েছে। রাজ্যে ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে গত ২১ আগস্ট থেকে ২২ আগস্ট দুপুর ২টা পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ও বিশেষ ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল।

তিনি জানান, রাজ্যে সমস্ত বিমান পরিষেবা অপরিবর্তিত রয়েছে। আগরতলা বিমানবন্দর থেকে প্রতিদিন ৩০টি বিমান উঠানামা করছে। খারাপ আবহাওয়ার কারণে শুধুমাত্র গত ২১ আগস্ট কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া বিমান ইন্ডিগো এটিআর ৭২ বিমানটি অবতরণ করতে পারেনি। এদিকে, উদয়পুর রেল স্টেশনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। স্থানীয় প্রশাসন এবং স্টেশন কর্তৃপক্ষ ২২ আগস্ট থেকে তাদের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিচ্ছে। পাশাপাশি জোলাইবাড়ি রেলস্টেশনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবার আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছেন পরিবহণ সচিব।

You might also like!