Tripura

6 months ago

BJP: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সিপিআইএম এবং কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে সরব বিজেপি

All BJP against CPIM and Congress propaganda against Prime Minister
All BJP against CPIM and Congress propaganda against Prime Minister

 

তেলিয়ামুড়া (ত্রিপুরা) : প্রধানমন্ত্রী ও শাসক দল বিজেপি'র বিরুদ্ধে সিপিআইএম এবং কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে এবার গর্জে উঠল খোয়াই জেলার তেলিয়ামুড়ার বিজেপি মণ্ডল।

তেলিয়ামুড়া বিধানসভা বিজেপি মণ্ডলের উদ্যোগে সিপিআইএম এবং কংগ্রেসের অপপ্রচারের বিরুদ্ধে "ইস বার ৪০০ পার" স্লোগানকে সামনে রেখে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের সহ-সভাপতি নিতীন কুমার সাহা, বিজেপি নেতা মধুসূদন রায় সহ অন্যরা।

এদিনের এই মিছিল তেলিয়ামুড়া মণ্ডল অফিসের সামনে থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া মণ্ডল অফিসে এসে শেষ হয়। এদিনের বিক্ষোভ মিছিলে বিজেপি দলের কর্মী–সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

You might also like!