Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

1 year ago

Narendra Modi :প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আগরতলা শহরকে নো ফ্লাই জোন রেড জোন ঘোষণা

Narendra Modi
Narendra Modi

 

আগরতলা  : আগামী ১৭ এপ্রিল প্রধানমন্ত্রীর প্রস্তাবিত আগরতলা সফরকে কেন্দ্র করে গোটা আগরতলা শহর এবং প্রধানমন্ত্রীর সভাস্থল এলাকাকে নো ফ্লাই জোন রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার রবিবার ১৪৪ ধারায় এই আদেশ জারি করেছেন। এই আদেশে আগরতলা শহর, জনসভার স্থান এবং তার চারপাশ, ভিভিআইপিদের আসা–যাওয়ার রাস্তার উপর ড্রোন বা অন্য কোনও চালকবিহীন কিংবা স্বয়ংক্রিয় উড়ো যান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল কার্যকর থাকবে। জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করলে আইপিসির ১৮৮ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

You might also like!