Tripura

9 months ago

Narendra Modi :প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আগরতলা শহরকে নো ফ্লাই জোন রেড জোন ঘোষণা

Narendra Modi
Narendra Modi

 

আগরতলা  : আগামী ১৭ এপ্রিল প্রধানমন্ত্রীর প্রস্তাবিত আগরতলা সফরকে কেন্দ্র করে গোটা আগরতলা শহর এবং প্রধানমন্ত্রীর সভাস্থল এলাকাকে নো ফ্লাই জোন রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার রবিবার ১৪৪ ধারায় এই আদেশ জারি করেছেন। এই আদেশে আগরতলা শহর, জনসভার স্থান এবং তার চারপাশ, ভিভিআইপিদের আসা–যাওয়ার রাস্তার উপর ড্রোন বা অন্য কোনও চালকবিহীন কিংবা স্বয়ংক্রিয় উড়ো যান চালানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১৬ এপ্রিল এবং ১৭ এপ্রিল কার্যকর থাকবে। জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করলে আইপিসির ১৮৮ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে।

You might also like!