Travel

1 year ago

Travel: ছবির মতো গ্রাম ‘মুরগুমা’

murgram
murgram

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়ের কোলে ছবির মতো সাজানো এক আদিববাসী গ্রাম। পুরুলিয়ার শহর ছাড়িয়ে বাঘমুন্ডি আসতেই লাল পলাশের উচ্ছ্বাস। নেড়া পাহাড়ের মাঝেমধ্যে সবুজের ছোঁয়া। পাহাড়ের তলায় নানান নামের আদিবাসী গ্রাম। মাটির নিকোনো দেওয়ালে ছবির আঁকিবুকি। মাঠ পেরিয়ে কলসি মাথায় আদিবাসী রমনীর জল আনতে যাওয়া দেখতে দেখতে শাল-পিয়ালের জঙ্গুলে রাস্তায়। আঁকাবাঁকা পিচ ঢালা রাস্তার প্রতিটি বাঁকেই দৃশ্যপট বদল। হঠাৎই পাহাড়ের কোলে সুন্দর এক জলধারারের দেখা মিলবে। সাহারজোর নদী ঘিরে এক সুন্দর বাঁধ। আর সেই বাঁধের ধারে ছবির মতো গ্রাম মুরগুমা। শান্ত লেকের টলমল জলে এসে পড়ে পাহাড়ের ছবি। সন্ধে নামলে মাদলের বোল ভেসে আসে মুরগুমা গ্রাম থেকে। সেই মাদলের তালে সামিল হতে পারেন আপনিও। এই গ্রাম থেকে দেখে আসতে পারেন গুড়রাবেড়া গ্রাম ও গিড়গিড়া নদীর সুন্দর ঝরনা। শহরের থেকে সামান্য দুরে লাল পলাশ আর পাহাড় ঘেরা সবুজের আবেশ আপনার মন মাতিয়ে দেবে।

কীভাবে যাবেন: সাঁত্রাগাছি থেকে রূপসী বাংলা ছাড়ে সকাল ৬.২৫ মিনিটে। পুরুলিয়ে পৌঁছবেন বেলা ১১.৫০ মিনিটে। তারপর গাড়িতে ৪৫ কিমি দূরে মুরগুমা। হোটেলে বলে রাখলে গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে।

কোথায় থাকবেন: বনপলাশী এখানে হোটেল অথবা টেন্টে থাকতে পারেন ।

You might also like!