Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

1 year ago

Paparkheti Gram: বর্ষায় উত্তরবঙ্গের সবুজে ঘেরা 'পাপরখেতি' গ্রাম

Paparkheti Gram (File Picture)
Paparkheti Gram (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের অনুপম সৌন্দর্যের অন্যতম উপকরণ এখানকার,সবুজ বিস্তৃত চা বাগান, জঙ্গল,পাহাড় ও ঝর্ণা। কিন্তু সেই দার্জিলিং, কালিংপংএর বাইরে কোনো জায়গা সম্পর্কে আমরা ততটা পরিচিত না। কিন্তু আছে বেশ কয়েকটি অসাধারণ অফবিট গ্রাম। তারমধ্যে একটি অন্যতম গ্রাম হলো 'পাপরখেতি'। যার রূপ মুগ্ধ করে পর্যটকদের। যদিও খুব কম লোকেই সেখানে যান। নিরিবিলি শান্ত একটা জায়গা। খুব বেশি উঁচুতে নয়।

কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ নেই সেখানে ঠিকই কিন্তু রয়েছে এক নিষ্পাপ সরল সৌন্দর পবিত্রতা। যার টানেই এক বার যাঁরা গিয়েছেন তাঁরা বারবার সেখানে ছুটে যান। শিলিগুড়ির কাছে গজোলডোবার রয়েছে এই এই ছোট্ট পাহাড়িগ্রাম পাপরখেতি। পাহাড়ের সবুজ হাতছানি দিয়ে ডাকবে। তার সঙ্গে পাহাড়ি ঝোরার কুলুকুলু বেগে বয়ে যাওয়া। এক অনুপম সৌন্দর্য।

গ্রামের পথে ঘুরতে ঘুতেই পেয়ে যাবেন চা-বাগান। একান্তে অবসর যাপনের আদর্শ জায়গা এটি। কোনও তাড়া নেই। নেই কোনও যান্ত্রিকতা। চেল নদীর গা ঘেসে উঠে গিয়েছে গরুবাথানের পাহাড়। বর্ষায় এই জায়গাটি আরও সুন্দর হয়ে ওঠে। পাহাড়ি পথে যেতেই অসাধারণ লাগবে। রংবেরংয়ের অর্কিড ভিড় করে থাকে প্রতিটি বাড়ির ব্যালকনিতে। লাভা-রিশপ এখান থেকে খুব বেশি দূরে নয়। কাজেই এখানে থেকে অনায়াসে অনেকেই যেতে পারেন। পাথরখেতিতে উত্তরবঙ্গের অনেকেই পিকনিক করতে আসেন। কাছেই রয়েছে একটি বিশালাকৃতির পাথর খণ্ড। তার উপরে ছোট্ট একটি হনুমানজির মন্দির। পাহাড়ি লোকেরা বিশ্বাসভরে এখানে পুজো করতে আসেন। মন্দিরের ঠিক পিছন দিয়েই কুলকুল করে বয়ে চলেছে পাহাড়ি নদী। সেই নদীর পাড়ে অনেকক্ষণ বসে থাকা যায়। কথা দিয়ে সময় কেটে যাবে তা বুঝতেও পারবেন না।

পাথরখেতি থেকে অসাধারণ দেখায় চেল নদী। পাপরখেতিতে এলে নিখাদ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন সকলে।

You might also like!