দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অফবিট স্থানে ভ্রমণের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। তাই আজ আমাদের 'ভ্রমণ সঙ্গী'র নিবেদন সিকিমের অফবিট গ্রাম 'মনখিম'। এখনো এখানে তেমন ভিড় জমে নি। এই সুযোগে বেড়িয়ে আসুন এই অজানা এক ছোট্ট পাহা়ড়ি গ্রামে। যেখানকার হ্রদের জলে দেখা যায় কাঞ্চজঙ্ঘার প্রতিচ্ছবি। একমাত্র এখানেই এই বিরল দৃশ্য দেখা যায়। এক ঘেয়ে পাহাড় নয়। তাতে অন্যকিছউ থাকলে একেবারে মজাই আলাদা। গরমের ছুটির এমনই একটা অফবিল লোকেশন সিকিমের মনখিম। যেখানকার কাঞ্জনজঙ্ঘার দৃশ্য বিখ্যাত। এমন কাঞ্জনজঙ্ঘার রেঞ্জ আর কোথাও দেখা যায় না। এপ্রিল মে মাসে তো বসন্তের সৌন্দর্য বিরাজ করে মনখিমে। আর দেরি না করে বেড়িয়ে পড়ুন। চলে আসুন সিকিমের এই অফবিট গ্রাম মনখিমে। আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি মুগ্ধ হবেন।
এই গ্রামের খ্যাতি একাধিক কারণে। তার মধ্যে অন্যতম 'ফুল'। সিকিমের জনপ্রিয়তম ফুল হল রডোডেনড্রন। এই অসম্ভব সুন্দর ফুল এপ্রিল মাস থেকে ফুটতে শুরু করে। বিরল প্রজাতির বলে এই ফুল সংরক্ষণে একাধিক নিয়ম করে রেখেছে সিকিম সরকার। ভুলেও কেউ যেন এই ফুল গাছ থেকে না তোলেন। তাতে মোটা টাকা জরিমানা তো বটেই জেল পর্যন্ত হতে পারে। এতটাই কড়া এই বিষয়ে সিকিম সরকার। এই ফুল প্রকৃতির অন্যতম সৃষ্টি।
এ ছাড়াও মনখিমের সবচেয়ে বড় আকর্ষণ মুনখারকা লেক। ৭০০০ ফুটের চেয়েও উঁচুতে এর অবস্থান। এই মুনখারকা লেক হল ভারতের একমাত্র লেক যেখানে কাঞ্জনঙ্ঘার প্রতিচ্ছবি দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে হ্রদের স্বচ্ছ কাচের মত জলে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। এসম্ভব সুন্দর সেই দৃশ্য। সেই হ্রদের তীরে বসেই দিন কেটে যায়। লেকের উপরে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরকে স্থানীয় মানুষের পবিত্র মন্দির বলেন।
যাওয়া - আপনাকে আগে কালিংপং পৌঁছাতে হবে। বাকিটা আপনাকে নিয়ে যাবে ভাড়া গাড়ি।
থাকা - এখন বেশ কয়েকটা হোমস্টে হয়েছে। তাই থাকার কোনো অসুবিধা হবে না।