Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Travel

2 years ago

'Monkhim' village in Sikkim:সিকিমের 'মনখিম' গ্রাম - হ্রদে পড়ে কাঞ্চনজঙ্ঘার প্রতিচ্ছবি

Monkhim' village in Sikkim
Monkhim' village in Sikkim

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অফবিট স্থানে ভ্রমণের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। তাই আজ আমাদের 'ভ্রমণ সঙ্গী'র নিবেদন সিকিমের অফবিট গ্রাম 'মনখিম'। এখনো এখানে তেমন ভিড় জমে নি। এই সুযোগে বেড়িয়ে আসুন এই অজানা এক ছোট্ট পাহা়ড়ি গ্রামে। যেখানকার হ্রদের জলে দেখা যায় কাঞ্চজঙ্ঘার প্রতিচ্ছবি। একমাত্র এখানেই এই বিরল দৃশ্য দেখা যায়। এক ঘেয়ে পাহাড় নয়। তাতে অন্যকিছউ থাকলে একেবারে মজাই আলাদা। গরমের ছুটির এমনই একটা অফবিল লোকেশন সিকিমের মনখিম। যেখানকার কাঞ্জনজঙ্ঘার দৃশ্য বিখ্যাত। এমন কাঞ্জনজঙ্ঘার রেঞ্জ আর কোথাও দেখা যায় না। এপ্রিল মে মাসে তো বসন্তের সৌন্দর্য বিরাজ করে মনখিমে। আর দেরি না করে বেড়িয়ে পড়ুন। চলে আসুন সিকিমের এই অফবিট গ্রাম মনখিমে। আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি মুগ্ধ হবেন।

 এই গ্রামের খ্যাতি একাধিক কারণে। তার মধ্যে অন্যতম 'ফুল'। সিকিমের জনপ্রিয়তম ফুল হল রডোডেনড্রন। এই অসম্ভব সুন্দর ফুল এপ্রিল মাস থেকে ফুটতে শুরু করে। বিরল প্রজাতির বলে এই ফুল সংরক্ষণে একাধিক নিয়ম করে রেখেছে সিকিম সরকার। ভুলেও কেউ যেন এই ফুল গাছ থেকে না তোলেন। তাতে মোটা টাকা জরিমানা তো বটেই জেল পর্যন্ত হতে পারে। এতটাই কড়া এই বিষয়ে সিকিম সরকার। এই ফুল প্রকৃতির অন্যতম সৃষ্টি। 

  এ ছাড়াও মনখিমের সবচেয়ে বড় আকর্ষণ মুনখারকা লেক। ৭০০০ ফুটের চেয়েও উঁচুতে এর অবস্থান। এই মুনখারকা লেক হল ভারতের একমাত্র লেক যেখানে কাঞ্জনঙ্ঘার প্রতিচ্ছবি দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে হ্রদের স্বচ্ছ কাচের মত জলে ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। এসম্ভব সুন্দর সেই দৃশ্য। সেই হ্রদের তীরে বসেই দিন কেটে যায়। লেকের উপরে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরকে স্থানীয় মানুষের পবিত্র মন্দির বলেন। 

  যাওয়া - আপনাকে আগে কালিংপং পৌঁছাতে হবে। বাকিটা আপনাকে নিয়ে যাবে ভাড়া গাড়ি।

  থাকা - এখন বেশ কয়েকটা হোমস্টে হয়েছে। তাই থাকার কোনো অসুবিধা হবে না।

You might also like!