Travel

1 year ago

Machranga Island:কোলকাতার অদূরেই 'মাছরাঙা' দ্বীপ -ইলিশের স্বাদ নিতে বেড়িয়ে আসুন সেখানে

Machranga Island
Machranga Island

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  মাছরাঙা দ্বীপ! নামটা কেমন যেন একটি অদ্ভুত তাই না। মাছরাঙা পাখির নাম সকলেরই জানা কিন্তু মাছরাঙা নামে এ রাজ্যে ভারত বাংলাদেশ সীমান্তে একটি দ্বীপ আছে! হয়তোবা অনেকেরই অজানা। উত্তর ২৪ পরগনা জেলার পর্যটনকেন্দ্র টাকির কাছে ইছামতি নদী ও ভাসা নদীর ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত এই মাছরাঙা দ্বীপ।

ট্রেনে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকালে পৌঁছে যাওয়া যায় টাকি। স্টেশন থেকে অটোতে বা টোটোতে চলে আসুন ইছামতী নদীর পাড়ে। সেখান থেকে ছাড়ে নৌকা। সেই নৌকায় পৌঁছে যাওয়া যায় এই মাছরাঙা নদীর পাড়ে। যাঁরা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাঁদের পক্ষে এই মাছরাঙা দ্বীপ সেরা জায়গা।

এই দ্বীপে অসংখ্য প্রজাতির পাখির দেখা মেলে। মাছরাঙা পাখি তো দেখা দেবেই। মাঝের লোভেই মাছরাঙা পাখি ভিড় করে এই দ্বীপে। সেই কারণেই এই দ্বীপের এই নাম করণ করা হয়েছে। মাছরাঙা দ্বীপে দিনের বেলা কাটিয়ে ফিরে আসুন টাকিতে। সেখানে থাকার অনেক জায়গা রয়েছে।

শীতকালে অনেকেই মাছরাঙা দ্বীপে পিকনিক করতে আসেন। টাকি থেকে এই মাছরাঙা দ্বীপে পৌঁছতে ৩০ মিনিট সময় লাগে। অর্থাৎ নদীর অনেকটা ভেতরে রয়েছে জায়গাটি। এখানে তেমন কোনও বসতি নেই। পর্যটকরা ঘুরতে যান। আবার সেখান থেকে টাকিতে ফিরে আসেন। হাসনাবাদ পঞ্চায়েত সমিতি দ্বীপটি দেখাশোনা করে।


You might also like!