Travel

1 year ago

Sassoli Island:দু'এক দিনের জন্য চলুন হলদিয়ার 'সাসোলি দ্বীপ' - মন ভরে যাবে এই দ্বীপের রূপে

Sassoli Island
Sassoli Island

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা সপ্তাহ অফিসের কাজ। ছুটো ছুটি, হুড়ো হুড়ি। মিটিং, টার্গেট। টেনশনের অন্ত নেই। বাড়িতে ফিরেও দুচোখের পাতা এক করা যায় না কাজের চিন্তায়। তাই সপ্তাহান্তের ছুটিটা বাড়িতে থাকতে মন চায় না। ঘরের কাছেই কোথাও যদি একদিনের জন্য ঘুরে আসা যায়। তাহলে পরের সপ্তাহে কাজের উদ্যোম আরো বেশি করে পাওয়া যায়। সেকারণে সপ্তাহের শেষের ছুটিটা একটু কাছে পিঠে বেড়িয়ে আসলতে মন চায়।

  কাজেই নিরিবিলিকে সপ্তাহের শেষের কটা দিন কাটাতে চাইল চলে আসুন সাসোলি দ্বীপে। একেবারে নির্জন নিরিবিলি একটা জায়গা। কলকাতা থেকে বেশি দূরেও নয়। হলদিয়ার কাছেই গড়ে উঠেছে দ্বীপটি। কাজেই যাতায়াতেও খুব একটা ঝক্কি নেই। সেখানে থাকার জায়গাও রয়েছে। খুব বেশি মানুষের ভিড় নেই এখানে। এখানে পৌঁছতে গেলে নৌকায় যেতে হবে।

 এখানে ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়। এখানে কোনও লোক বাস করেন না। মাঝে মাঝে পর্যটকরা আসেন ক্যাম্প করতে। এখানে মাছ ধরে গরম গরম মাছ ভাজার স্বাদ নিতে পারেন হলদিয়ার একেবারে কাছে নদীর মোহনার কাছে জেগে ওঠা এই চড়ে সকালে গিয়ে বিকেলের ফিরেও আসা যায়। সারাটা দিন সেখানে কাটিয়ে বেড়িয়ে আসুন। যাঁরা অ্যাডভেঞ্জার প্রেমী তাঁরা টেন্ট খাটিয়ে থাকতেও পারেন। মন উজাড় করে আনন্দ নিয়ে ফিরে আসবেন বাড়িতে।



You might also like!