Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Travel

2 years ago

'Moonthum Valley' near Kalingpong:বর্ষায় পাহাড়ে - অন্যরকম অনুভূতি - কলিংপং এর অদূরেই 'মুনথুম ভ্যালি'

'Moonthum Valley' near Kalingpong
'Moonthum Valley' near Kalingpong

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়ে বর্ষার অনুভূতি একদম আলাদা। মনের মধ্যে দানা বাঁধে এক বিস্ময়কর রোমান্টিকতা। তেমন অনুভূতির রাজ্যে আজ আমরা নিয়ে যাবো আপনাদের। বৃষ্টিভেজা পাহাড়ে ঘুরতে যেতে যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য রইল দারুণ একটি অফবিট জায়গার খোঁজ। মুনথুম ভ্যালি। কালিম্পং থেকে মাত্র ১৪ কিলেমিটার দূরে এই মুনথুম ভ্যালি। একেবারে কমবাজেটে বেড়ানোর অন্যতম সেরা ডেস্টিনেশন।

উত্তরবঙ্গের একেবারে অফবিট জায়গা বললে ভুল হবে না। পাহাড়ের কোলে ঝকঝকে ছোট্ট একটা গ্রাম। খুব বেশি হলে ১০ থেকে ১২ ঘরের বাস সেখানে। একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। সেই রাস্তার নির্জনতা আর গ্রামের গুটি কয়েক সরল মানুষ আপনার সাথে কথা বলবে।

  এমন নৈশব্দিক পরিবেশে আপনি স্বর্গীয় আনন্দ অনুভব করবেন। একেবারে শান্ত পরিবেশ। পাহাড়ের গা বেয়ে উঠে গিয়েছে রাস্তা। কালো পিচের রাস্তা এঁকে বেঁকে ঢুকে গিয়েছে মুনথুম ভ্যালির মধ্য দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে রাস্তা। পাহাড়, জঙ্গল, ঝরনা, সঙ্গে পাখি পাহাড়ে মেঘেদের আনাগোনা দেখা যাবে। মুনথুম শব্দের একটা আলাদা অর্থ রয়েছে। পাহাড়ি ভাষায় মুনথুম শব্দের অর্থ চাঁদের আলো বা জ্যোৎস্না। ছোট গ্রামে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আসুন। পায়ে পায়ে দেখে নিন গ্রামটি। পাহাড়ের কোলে মেঘেদের খেলা সেখানে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসতে পারেন। যদি সম্ভব হয় একটা পূর্ণিমার রাত ওখানে কাটান। ওই নিসর্গ আপনি কোন দিন ভুলবেন না। অদ্ভুত শান্তি এখানে পাওয়া যায়। বর্ষা সেখানে আরও মনোরম হয়ে ওঠে। অসাধারণ সুন্দর একটা জায়গা। এই মুনথুম থেকে কালিম্পং শহরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। দিনের থেকেও একানকার রাতের সৌন্দর্য মোহময়। বেশি সুন্দর দেখায় রাতের ভিউ।  তাহলে বেরিয়ে পড়ুন কয়েক দিনের জন্য মুনথুম ভ্যালি থেকে। এখানে বেশ কয়েকটা সাজানো সুন্দর হোমস্টে আছে। সবগুলো এখন on line booking হয়।


You might also like!