Travel

3 months ago

Traval:পাহাড়ে যেতে চাইলে ঘুরে আসুন 'গুরদুম' গ্রামে! থাকবেন কোথায় জানেন?

Mountain Travel (Symbolic Picture)
Mountain Travel (Symbolic Picture)

 

 ্দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- 'গুরদুম' গ্রাম এই মুহূর্তে একটু অফবিট জায়গা ঠিকই,কিন্তু রূপে ও সৌন্দর্যে অসাধারণ। এখন নিশ্চয়ই ভাবছেন যে এই গুরদুমটা আবার কোথায়? দার্জিলিং থেকে কয়েক কিমি দূরে পাহাড়ের একদম কোলে অবস্থিত এই গুরদুম। এখানে আসতে হলে আপনাকে ট্রেক করে আসতে হবে। আপনিও যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হয়ে থাকেন তাহলে এই জায়গা আপনার জন্য একদম যাকে বলে পারফেক্ট ডেস্টিনেশন।

আপনি কি কখনও কল্পনা করেছেন যে চোখ খুললেই সামনে দেখতে পাবেন সাদা মেঘ ভেসে যাচ্ছে? দূরে পাহাড়ের কোলে সূর্য উঠছে, হাতে গরম গরম এক পেয়ালা চা বা কফি রয়েছে? শুনে রূপকথার গল্প মনে হচ্ছে কী? 

তীব্র এই ভ্যাপসা গরম থেকে বাঁচতে আপনারও কি কয়েকটা দিন হাতে নিয়ে পাহাড়ের কোলে ছুটে চলে যেতে ইচ্ছা করছে? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? তাহলে অবশ্যই চলুন 'গুরদুম'। গুটিকয়েক মানুষকে নিয়ে গঠিত হয়েছে এই ছোট্ট গ্রামটি। এছাড়া এখানে থাকতে হলে আপনি ক্যাম্পে থাকতে পারবেন। এছাড়া রয়েছে কিছু কটেজ ও ভ্যান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রতিবার পাহাড় পরিদর্শনের সময়, আমরা সবাই পাহাড়ের ঢালে বসে থাকা ছোট ছোট গ্রামগুলি দেখে মুগ্ধ হয়েছি। তখন সকলেরই মনে হয়, যে ইসস এই জায়গাটায় থাকলে কেমন হয়? সেই স্বাদ পূরণ করতে হলে আপনাকে যেতেই হবে গুরদুম গ্রামে। এই গুরদুম হিমালয় পর্বতমালায় ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি মনোরম জনপদ। এটি সিঙ্গালিলা জাতীয় উদ্যানের সবুজ কনিফার বন এবং রোডোডেনড্রন গ্রোভ দ্বারা বেষ্টিত একটি ছোট্ট উপত্যকা। এখানে সকলের সকাল পাখির গান দিয়ে শুরু হয়। 

যাওয়া - এখানে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে নিকটতম রেল স্টেশন হল নিউ জলপাইগুড়ি, যা গুরদুম থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। গুরদুম আসতে হলে আপনাকে প্রথমে দার্জিলিং থেকে মানেভঞ্জন আসতে হবে। তারপর সেখান থেকে মাজুয়ার রাস্তা ধরতে হবে। ব্যস ওই রাস্তা ধরে এলেই আপনি পৌঁছে যাবেন গুরদুম।

থাকা - বেশ কয়েকটা কটেজ,টেন্ট ও হোমস্টে আছে। গেলেই কোনো না কোনো টা পেয়ে যাবেন।

You might also like!