Travel

1 year ago

Trekking: পাহাড়ে ট্রেকে যাবেন? সঙ্গে নিয়ে যাবেন না এই ধরণের খাবার

Trekking (Symbolic Picture)
Trekking (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়ে  ট্রেক করতে ভালবাসেন অনেকেই। তবে সেই সময় স্বাস্থ্য সচেতনতা একটা বড় বিষয়। এবং সেই কথা ভেবে খাবারও খেতে হবে তেমনই। নাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন আপনি।  জলবায়ুর পরিবর্তনে পড়তে পারেন সমস্যার মুখে। আসুন দেখে নেওয়া যাক কি কি খাবার ট্রেকিংয়ের সময় তালিকা থেকে বাদ দেবেন আপনি? 

১) ভাজাভুজি বা তৈলাক্ত খাবার 

ট্রেকিংয়ের সময় কখনওই ভাজাভুজি জাতীয় তেলে ডোবানো খাবার নিয়ে গেলে চলবে না। কারণ এই ধরণের খাবারে থাকে স্যাচুরেটেড ফ্যাট, যা হজমের গোলযোগ ঘটায়। তাই ট্রেকিংয়ের সময়ে এই ধরণের খাবার থেকে নিজেকে দুরে রাখুন। 

২) চিজ 

ট্রেকিংয়ে এমন খাবারই নিয়ে যেতে হবে যা অনেকটা সময় ধরে ভালো থাকবে। তাই সেক্ষেত্রে চিজ কখনওই স্বাস্থ্যকর খাবারের বিকল্প হতে পারে না। চিজেও প্রচুর পরিমাণে ফ্যাট বর্তমান। 

৩) চিনিযুক্ত খাবার

যেসব খাবারে চিনি রয়েছে তা ভুলেও সঙ্গে রাখবেন না। কারণ চিনিযুক্ত খাবার ক্লান্তির পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে চিনিযুক্ত খাবার বা পানীয় খেলে আপনি ক্লান্ত অনুভব করবেন। 

You might also like!