Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Travel

5 months ago

Nearby Tourism: সবুজে ঘেরা মনোরম পরিবেশ, মনোরম পরিবেশের সেরা ঠিকানা বকপোতা ব্রিজ

Bakpota Bridge in Howrah Udayanarayanpur
Bakpota Bridge in Howrah Udayanarayanpur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্নিগ্ধ বাতাস মনোরম পরিবেশ মানসিক শান্তি উপভোগ করতে প্রতিবছরই অগণিত মানুষের সাক্ষী থাকে হাওড়ার এই জায়গা! শীত কিংবা গ্রীষ্ম বিকেলের সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য মানুষের ঢল নামে নির্মল প্রকৃতির এই মনোরম পরিবেশে। হাওড়া জেলার শেষ প্রান্তে অবস্থিত  বকপোতা ব্রিজ। সবুজ চাষের জমি দিয়ে ঘেরা এই স্থানে যতদূর নজর যাবে সবুজ আর সবুজ, সবুজের শেষে সাদা আকাশ নেমে মিশেছে চাষের জমিতে। এ এক অপরূপ দৃশ্য। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বাংলার বিখ্যাত নদী দামোদর। তবে এটি কোনও পিকনিক স্পট নয়, তবুও হাওড়া জেলার বেশ কিছু স্থান ভীষণভাবে মানুষের মন আকৃষ্ট করে। সেখানেই প্রতিবছর মানসিক শান্তি পেতে ছুটে যায় অগণিত মানুষ। তেমনিই একটি স্থান হল হাওড়া উদয়নারায়নপুরের বকপোতা ব্রিজ।   

গত কয়েক বছর আগে ব্রিজ নির্মাণ হবার পর থেকেই এই স্থান জনপ্রিয় হয়ে ওঠে। এই জায়গাটি উদয়নারায়নপুর মাধবীলতা কলেজ থেকে সামান্য দূরত্বে অবস্থিত। এই তাপপ্রবাহের সময় স্নিগ্ধ বাতাসের টানেই মানুষের ভিড় জমে এখানে। বিভিন্ন বয়সের মানুষের স্বস্তির সেরা ঠিকানা এই জায়গাটি। তবে সব থেকে বেশি যুবক-যুবতীদের ভিড় জমে এখনে। মানুষের উপস্থিতি কেন্দ্র করে হাওড়া উদয়নারায়নপুর বক্তা ব্রিজ এবং ব্রিজ সংলগ্ন স্থানে বিভিন্ন অস্থায়ী মুখরোচক খাবারের পসরা বসে। প্রকৃতিকে যারা ভালোবাসেন, হাতে অল্প সময় থাকলেই ঘুরে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পরিবেশে।         

You might also like!