দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Vivo কোম্পানির V50 5G স্মার্টফোন সিরিজের পরবর্তী এডিশন হিসেবে ভারতে শীঘ্রই লঞ্চ পেতে চলেছে। Vivo X200 সিরিজের ভারতে লঞ্চের পরে, এবার কোম্পানি তার v-Series ভারতে আনতে চলেছে। কোম্পানি জানিয়েছে, আপকামিং ভিভো ফোনটি Zeiss লেন্স সহ আসবে। তবে Vivo V50 ভারতে কবে লঞ্চ হবে তার সঠিক তারিখ এখনও নিশ্চিত করেনি কোম্পানি। কিন্তু একটি লিক প্রমোশনাল পোস্টার থেকে জানা গেছে,আপকামিং Vivo V50 ফোনটি ভারতে ১৮ই ফেব্রুয়ারি লঞ্চ হতে পারে।
Vivo V50 5G স্পেসিফিকেশনঃ Vivo V50 ফোনটি 6.7-ইঞ্চি কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে সহ আসবে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে। আপকামিং ভিভো ফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করবে। এটি ফনটাচ OS ভিত্তিক Android 15 এ কাজ করবে। ভিভো ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ 50MP এর দুটি সেন্সর দেওয়া হবে। এছাড়া পাওয়ার দিতে ভিভো ফোনে 6000mAh এর ব্যাটারি পাওয়া যেতে পারে, যা 90W চার্জিং সাপোর্ট করবে।
ভারতে Vivo V50 ফোনের দামঃ জনপ্রিয় টিপস্টার অভিষেক যাদব আপকামিং ফোনের দাম সম্পর্কে জানিয়েছে। Vivo V50 ফোনের দাম ৩৭,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে।যদিও এই দাম কিছুটা বেশি বা কম হতে পারে। তবে টিপস্টার বলছে যে ফোনটি ৪০ হাজার টাকারও কম দামের মধ্যে লঞ্চ করা হবে।
ফিচার: টিপস্টার Vivo V50 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে একাধিক তথ্য জানিয়েছে। ফোনটি স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 চিপসেট সহ আসতে পারে। এতে 50MP সহ ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে। দ্বিতীয় সেন্সরটিও 50MP এর থাকবে বলে জানা গেছে। সেলফির জন্য, ফোনটিতে 50MP এর ফ্রন্ট সেন্সর থাকতে পারে।
Vivoএর ফোনে পাওয়ার দিতে 6000mAh এর ব্যাটারি থাকতে পারে। এটি চার্জিং স্পিড 90W পর্যন্ত সাপোর্ট করবে। এছাড়া ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া যেতে পারে।