Technology

5 months ago

দুই সস্তা 4G ফোন Nokia 235 4G (2024) ও Nokia 220 4G (2024), এবার বাটন ফোনে পাওয়া যাবে স্মার্টফোনের ফিচার

Nokia 235 4G (2024) ও Nokia 220 4G (2024)
Nokia 235 4G (2024) ও Nokia 220 4G (2024)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএইচএমডি গ্লোবাল ভারতে Nokia 235 4G (2024) এবং Nokia 220 4G (2024) নামে দুটি ফিচার ফোন লঞ্চ করেছে। নাম অনুসারে, উভয় ফোনই ৪জি কানেক্টিভিটির সাথে এসেছে। আর উভয় ফিচার ফোনে আইপিএস ডিসপ্লে রয়েছে এবং ইউনিসক চিপসেট ব্যবহার করা হয়েছে। সবচেয়ে সস্তা ফোনটির দাম ৩,২৪৯ টাকা।

Nokia 220 4G এবং Nokia 235 4G এর দাম

Nokia 235 4G ফোন 3,749 টাকা দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Nokia 220 4G ফোনটি 3,249 টাকা দাম রাখা হয়েছে। এই দুটি বাটন ফোন HMD.com এবং Amazon.in সহ অফলাইন রিটেল স্টোর থেকে সেল করা হচ্ছে। Nokia 235 4G ফোন Blue, Black এবং Purple কালার এবং Nokia 220 4G ফোনটি Peach এবং Black কালার অপশনে সেল করা হচ্ছে।

Nokia 220 4G এবং Nokia 235 4G এর পারফরমেন্স

Nokia 220 4G এবং Nokia 235 4G ফিচার ফোন S30+ অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোন Unisoc T107 প্রসেসর সহ কাজ করবে। এই দুটি ফোনই 64MB RAM এবং 128MB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে গান, ফটো এবং ভিডিও জন্য 32GB মেমরি কার্ড যোগ করা হতে পারে।

Nokia 220 4G এবং Nokia 235 4G এর ফিচার

নোকিয়ার নতুন বাটন ফোনে 2.8-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে IPS প্যানেল দিয়ে তৈরি বড়ো চৌকো আকারের QVGA ডিসপ্লে দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Nokia 235 4G ফোনের পিছনের দিকে 2MP camera সহ এলইডি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। অন্যদিকে Nokia 220 4G ফোনে ক্যামেরা দেওয়া হয়নি, কিন্তু টর্চ লাইট রয়েছে।

এই ফোনগুলিতে YouTube দেখা যাবে। আবার পুরনো এবং অতি জনপ্রিয় সাপের গেম (Snake game) এই ফোনে দেওয়া হয়েছে।

নোকিয়ার নতুন ফিচার ফোন প্রিলোডেড UPI app রয়েছে যা NPCI থেকে অ্যাপ্রুভড। এই অ্যাপের সাহায্যে স্মার্টফোন ব্যাবহার না করেই UPI Payment সহজেই করা যাবে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে Bluetooth 5.0, 3.5mm হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 1450mAh Battery দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 9.8 ঘণ্টা টকটাইম দেবে।

এইও ফোনে MP3 Player এবং FM Radio রয়েছে, যা হেডফোন জ্যাক এবং ওয়্যারলেসভাবেও ব্যাবহার করা যাবে।

এই দুটি ফিচার ফোনই Dual SIM সাপোর্ট এবং দুটি সিমেই 4G সার্ভিস পাওয়া যাবে।


You might also like!