Technology

5 months ago

জনতার মন জয়ে জলের দরে নতুন ফোন Redmi A3x, রয়েছে 5000mAh Battery এবং AI Dual Camera

Redmi A3x
Redmi A3x

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃRedmi A3x স্মার্টফোনটি অবশেষে পা রাখলো আন্তর্জাতিক বাজারে। এটি তার পূর্বসূরি Redmi A3 ফোনের অনুরূপ ডিজাইন অফার করে, তবে এতে MediaTek Helio G36 প্রসেসরের পরিবর্তে Unisoc T603 প্রসেসরটি রয়েছে। এছাড়াও, এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটটিতে এলসিডি এইচডি+ ডিসপ্লে, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন নবাগত Redmi A3x ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Redmi A3x ফোনটি সিঙ্গেল স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এই ফোনে 3GB RAM + 64GB Storage রয়েছে এবং এর দাম রাখা হয়েছে মাত্র 6,999 টাকা। অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Aurora Green কালারে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে। ভবিষ্যতে এই ফোনটি Midnight Black এবং Moonlight White কালারেও পেশ করা হতে পারে।

Redmi A3x ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi A3x ফোনে 720 x 1650 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.71 ইঞ্চির HD+ ওয়াটারড্র নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট ও 500nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনটি Android 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত Unisoc T603 অক্টাকর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: Redmi A3x ফোনটি ভারতের বাজারে সিঙ্গেল স্টোরেজ অপশনে ল্মঞ্চ করা হয়েছে। এতে 3GB RAM এবং 64GB Storage দেওয়া হয়েছে। এছাড়া মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল AI dual Camera সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5MP Front Camera যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A3x ফোনে USB type-C পোর্ট ও 10W চার্জিং সহ 5,000mAh Battery রয়েছে।

অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এতে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে। এই ফোনের থিকনেস 8.3mm এবং ওজন 193g।


You might also like!