Technology

8 months ago

Kinetic E-Luna Launch: লুনা মডেলের ইলেকট্রিক সংস্করণ আসতে চলেছে দেশে! দেখে নিন দাম ও ফিচার

Kinetic E-Luna Launch
Kinetic E-Luna Launch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদেশের বাজারে আসতে চলেছে ঐতিহ্যবাহী লুনা মডেলের ইলেকট্রিক এডিশন। একসময় এই মডেলের বাইকগুলি বিশেষ জায়গা করে নিয়েছিল দেশের গ্রাহকদের মনে। তবে, বাড়তে থাকা সময়ের সঙ্গে বর্তমানে সেই জনপ্রিয়তা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। কিন্তু, এখনও একটি নির্দিষ্ট অংশের, বিশেষ করে প্রাপ্ত বয়স্ক গ্রাহকদের মধ্যে লুনা মডেলের বাইকের বিশেষ চাহিদা রয়েছে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার বৈদ্যুতিক দুই চাকার গাড়ি প্রস্তুতকারী সংস্থা কিনেটিক গ্রিনের পক্ষ থেকে আইকনিক লুনা বাইকের বৈদ্যুতিক সংস্করণ লঞ্চ করার ঘোষণা করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে আরও জানানো হয়েছে, আগামী জানুয়ারি মাসের 26 তারিখ অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন থেকে এই বাইকটির বুকিং গ্রহণ করা শুরু করবে সংস্থাটি। যদিও আসন্ন ই-লুনা -এ কী কী বৈশিষ্ট্য থাকতে চলেছে সেই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনেটিক ই-লুনা বাইকটি গ্রাহকেরা ক্রয় করতে পারবেন। ইতিমধ্যেই ফ্লিপকার্টে সার্চ করলে কিনেটিক ই-লুনার বাইকটি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও, এটিই কিনেটিক ই-লুনার অফিশিয়াল মডেল হিসাবে বাজারে আসতে চলেছে কিনা, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে, ফ্লিপকার্টের এই মডেলটি থেকে আসন্ন ই-লুনার মডেলটির বৈশিষ্ট্য সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে। কী কী বৈশিষ্ট্য রয়েছে এই আসন্ন ইলেকট্রিক দুই চাকার গাড়িটিতে? রইল নিম্নলিখিত-

কিনেটিক ই-লুনার দাম ও রং

ফ্লিপকার্টে যে ই-লুনার বাইকটি প্রকাশ করা হয়েছে সেটি ক্রয় করার ক্ষেত্রে গ্রাহকেরা দুটি রঙের বিকল্প পাবেন। ওসিয়েন ব্লু এবং মুলবেরি রেড। ফ্লিপকার্টের তথ্য অনুসারে, কিনেটিক ই-লুনা বাইকটির দাম করা হয়েছে 74,990 টাকা। কিন্তু বেশ কয়েকটি ডিসকাউন্টের সুবিধার্থে ফ্লিপকার্টে ইলেকট্রিক দুই চাকার গাড়িটি কিনতে পাওয়া যাচ্ছে 71,990 টাকা দামে।

কিনেটিক ই-লুনার ব্যাটারি ও মাইলেজ

আইকনিক লুনা মডেলটির মতোই এই আসন্ন ইলেকট্রিক সংস্করণটিও গ্রাহকদের ভালো মাইলেজ অফার করবে। ইলেকট্রিক দুই চাকার গাড়িটিতে একটি 2 kWh ব্যাটারি রয়েছে যা 110 কিলোমিটারের রেঞ্জ অফার করে। তবে লুনার বৈদ্যুতিক সংস্করণটিতে খুব বেশি গতির সুবিধা চালকেরা পাবেন না। একটি 2W মোটরের সৌজন্যে এটি সর্বোচ্চ 50 কিলোমিটার পর্যন্ত গতি বৃদ্ধি করতে সক্ষম। এছাড়াও রয়েছে ব্রাশলেস ডিসি হাব মোটর যা 22 Nm টর্ক উৎপন্ন করবে।

কিনেটিক ই-লুনার অন্যান্য ফিচার

আসন্ন লুনা-র ইলেকট্রিক সংস্করণটিতে পোর্টেবল চার্জারেরও সুবিধা পাবেন গ্রাহকেরা। কনসোলে রয়েছে স্পিড, ওডোমিটার, ট্রিপ, ব্যাটারি এসওসি, ডিটিই, ডিরেকশন ইন্ডিকেটর, হাই বিম ইন্ডিকেটর এবং রেডি সিম্বল। এছাড়াও ই-লুনাতে টেলিস্কপিক ফর্ক ফ্রন্ট সাসপেনশনস এবং ডুয়েল শক রিয়ার সাসপেনশনের সুবিধা রয়েছে। এটির ওজন 96 কেজি, সিটের উচ্চতা 760 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার।

You might also like!