Technology

5 months ago

Reliance লঞ্চ করল Jio Bharat J1 4G ফোন! 123 টাকার রিচার্জ করে পাওয়া যাবে অসাধারণ বেনিফিট

Jio Bharat J1 4G
Jio Bharat J1 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি যদি Reliance Jio  সিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে বড় সুখবর! কারণ, ভারতে নতুন  ফোন লঞ্চ করেছে Jio। মূলত, ওই সংস্থার তরফে ইতিমধ্যেই বাজারে নিয়ে আসা হয়েছে Jio Bharat  J1 4G ফোন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Reliance Jio গত বছরই Jio Bharat সিরিজ লঞ্চ করেছিল। এখনও পর্যন্ত এই সিরিজে Jio Bharat V2, Jio Bharat V2 Carbon এবং Jio Bharat B1  ফোন ছিল।

Jio Bharat J1 4G এর দাম

রিলায়েন্স জিওর পক্ষ থেকে এই সস্তা স্মার্টফোনটি সেল করার জন্য পেশ করা হয়েছে। Jio Bharat J1 4G স্মার্টফোনের দাম 1,799 টাকা রাখা হয়েছে। এই ফোনটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হচ্ছে। এই সস্তা বাটনযুক্ত 4G স্মার্টফোনটি ডার্ক গ্রে (Dark Grey) কালার অপশনে সেল করা হচ্ছে। বিশেষত এই স্মার্টফোনে ইউজারারা 4G ফিচার সহ একদম ফ্রিতে Jio SIM পেয়ে যাবেন। Jio Bharat J1 4G স্মার্টফোনটি এখনই কিনতে (এখানে ক্লিক করুন)।

সবচেয়ে সস্তা জিও ভারত প্ল্যান

জিও ভারত জে1 4জি ফোন কোম্পানির সবচেয়ে সস্তা ফোনগুলির মধ্যে একটি। জানিয়ে রাখি এই স্মার্টফোনটি মাত্র 123 টাকার সস্তা রিচার্জ প্ল্যানে কিনতে পারেন। এটি একটি 4G রিচার্জ প্ল্যান যা 28 দিনের ভ্যালিডিটি সহ রয়েছে। এই জিও ভারত রিচার্জ প্ল্যানে মাধ্যমে 14GB ডেটা পাওয়া যায়, এই ডেটা প্রতিদিন কোনো সীমা ছাড়াই ব্যবহার করা যায়। এছাড়াও এই রিচার্জ প্ল্যানে পুরো মাসের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যায়।

Jio Bharat J1 4G এর ফিচার

জিও ভারত জে1 4জি স্মার্টফোনে 2.8-ইঞ্চির বড় স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের নিচে একটি টি9 কিপ্যাড রয়েছে যেখানে টর্চ, ভাইব্রেশন ইত্যাদির জন্য ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে।

এই নতুন জিওর ভারত ফোনে 2,500এমএএইচ ব্যাটারি সাপোর্ট করে, যা একবার পুরোপুরি চার্জ করলে অনেক সময় ধরে ব্যাকআপ দেওয়ার ক্ষমতা রাখে।

ফটোগ্রাফির জন্য Jio Bharat J1 4G ফোনের ব্যাক প্যানেলে একটি ক্যামেরা সেন্সরও রয়েছে। এই ক্যামেরা লেন্সের সাথে এলইডি ফ্ল্যাশও দেওয়া হয়েছে।

এই জিও ফোনে ফটো, অডিও গান এবং ভিডিও সেভ করার জন্য 128GB এক্সপেন্ডেবল স্টোরেজও দেওয়া হয়েছে।

এই ফোনটি জিও অ্যাপস সহ JioTV, JioCinema, JioSaavn, এছাড়াও JioChat এবং JioPhotos-এর সুবিধা পাওয়া যাবে।

জিও ভারত জে1 4জি স্মার্টফোনের বিশেষত হল এর মধ্যে থাকা JioPay। এই বাটনওয়ালা ফোন থেকে UPI পেমেন্ট করা যাবে।

রিলায়েন্স জিওর নতুন 4জি ফিচার স্মার্টফোনে 23তি ভাষার সাপোর্ট পাওয়া যাবে।

Jio Bharat J1 4G ফোনে 455+ Live TV Channel দেখা যাবে, যার মধ্যে রিজনাল চ্যানেলগুলোও রয়েছে।

You might also like!