দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর। ইনস্টাগ্রাম নিয়ে এল নতুন চমক। ক্রিয়েটরদের জন্য দারুন পদক্ষেপ নিল ইনস্টাগ্রাম। ক্রিয়েটরদের উৎসাহিত করতে, নতুন নতুন ক্রিয়েটরদের ঝোঁক বাড়াতে বিভিন্ন কৌশল বাঁধছে ইনস্টাগ্রাম। নতুন নিয়মে আর ৯০সেকেন্ড নয়, সম্পূর্ণ তিন মিনিট ধরে বানানো যাবে রিল।
* নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিতঃ ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও আপলোড করেছেন ৷ সেখানে এই নতুন ফিচারের কথা উল্লেখ করেছেন তিনি৷ তিনি তাঁর বিবৃতিতে বলেছেন, "আগে ইনস্টাগ্রামে রিলসের দৈর্ঘ্য ছিল মাত্র ৯০ সেকেন্ড ৷ কারণ ইনস্টাগ্রামকে একটি শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে রাখতে চেয়েছিলাম ৷ কিন্তু বর্তমানে একাধিক ভিডিও নির্মাতা উল্লেখ করেছেন ৯০ সেকেন্ড ভিডিও আপলোড বেশ কম ৷ তাই ৯০ সেকেন্ড থেকে ৩ মিনিট করা হয়েছে ৷ যা কনটেন্ট ক্রিয়েটরদের সাহায্য করবে ৷"
* দীর্ঘ এই ফর্ম্যাট রিলের সুবিধাঃ দীর্ঘ এই ফর্ম্যাট রিলের কিছু অপশন রয়েছে, সেগুলি হল,
১। টিউটোরিয়াল আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাবে;
২। লাইভ শো সহ অনেকক্ষণের মিউজিক্যাল পারফরম্যান্স শেয়ার করা যাবে;
৩। আরও সময় নিয়ে ভ্রমণের ভিডিয়ো বা ভ্লগ করতে পারবেন;
৪। আগের তুলনায় অনেকটা বেশি ক্রিয়েটিভভাবে নিজের কন্টেন্টকে ফুটিয়ে তোলার সুযোগ পাবেন।
দীর্ঘদিন ধরে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও রিলের ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর কথা উল্লেখ করেন। ইনস্টাগ্রামের অনেক ব্যবহারকারী উল্লেখ করেছেন,৯০ সেকেন্ড তাদের কাছে একটি দীর্ঘ জিনিস বা গল্প বলার জন্য খুব কম সময় । এখন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের চাহিদা পূরণ করেছে ৷ এবার ব্যবহারকারীরা ৩ মিনিটের রিলস তৈরি করতে পারবেন।