Technology

8 months ago

লঞ্চ হতে পারে Redmi K70 Ultra, জেনে নিন বিস্তারিত

Redmi K70 Ultra
Redmi K70 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শাওমি চীনে তাদের প্রবল জনপ্রিয় K-সিরিজের অধীনে Redmi K70 Ultra নামে একটি হাই-এন্ড স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু অফিশিয়াল রিলিজের আগেই ফোনটির একগুচ্ছ স্পেসিফিকেশন বিভিন্ন সূত্র মারফৎ সামনে এসেছে। আর এখন Redmi K70 Ultra-এর ব্যাটারির খুঁটিনাটিও অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। কি কি তথ্য উঠে এসেছে এই আপকামিং রেডমি হ্যান্ডসেটটির সম্পর্কে, আসুন দেখে নেওয়া যাক।

টিপস্টার স্মার্ট পিকাচু Redmi K70 Ultra ফোনের ব্যাটারি সম্পর্কে ওয়েইবো পোস্ট করে জানিয়েছেন।

লিক অনুযায়ী Redmi K70 Ultra ফোনে আগের মডেলের চেয়েও বড় 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

পোস্ট থেকে জানা গেছে এই ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি না থাকার আভাস পাওয়া গেছে।

আরও বলা হয়েছে শীঘ্রই চীনে নতুন রেডমি ট্যাবলেট লঞ্চ করা হতে পারে, তবে এই বিষয়ে বেশি তথ্য দেওয়া হয়নি।

Redmi K70 Ultra ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে: Redmi K70 Ultra ফোনে 6.67 ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 1.5K রেজোলিউশন এবং 4000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।

প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি720 Immortalis MP12 GPU দেওয়া হতে পারে।

স্টোরেজ: এই ফোনটিতে 24GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

ক্যামেরা: রি ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে OIS ফিচারযুক্ত 50MP Sony IMXLYTIA 800 প্রাইমারি সেন্সর, 108MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স থাকবে বলে শোনা যাচ্ছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার এবং হাই ফাই অডিও স্পিকার দেওয়া হতে পারে।

ওএস: Redmi K70 Ultra ফোনটি অ্যান্ড্রয়েড 14 এর সঙ্গে পেশ করা হবে।


You might also like!