Technology

1 month ago

Oppo A3x 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Oppo A3x 5G
Oppo A3x 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে Oppo Reno 12 series আর Oppo A3 কে লঞ্চ করার পর এবার Oppo A3X 5G কে লঞ্চ করার জন্যে প্রস্তুত হচ্ছে চাইনিজ ফোন নির্মাতা ওপ্পো।এই ফোনটির ব্যাপারে খুব একটা তথ্য উপলব্ধ না থাকলেও এটা জানা গেছে যে এই ফোনের দাম Rs.15,000 এর মধ্যে থাকবে।

91mobiles এর অনুযায়ী এই ফোনে Dimensity 6300 চিপসেটের সাথে LCD ডিসপ্লে, 5100mAh ব্যাটারির মত ফিচার্স থাকবে।

আমরা আজ Oppo A3X 5G এর সম্ভাব্য লঞ্চের তারিখের সাথে দাম, ক্যামেরা, চিপসেট, ব্যাটারি ও ইত্যাদি স্পেসিফিকেশনগুলি সম্পর্কে আলোচনা করব।

Oppo A3x 5G এর দাম এবং সেল

ভারতীয় বাজারে Oppo A3x 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলের 4জিবি RAM+64জিবি স্টোরেজ অপশনের দাম মাত্র 12,499 টাকা রাখা হয়েছে।

টপ মডেল 4জিবি RAM +128জিবি স্টোরেজ অপশন মাত্র 13,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এই স্মার্টফোনটি স্টারি পার্পল, স্পার্কল ব্ল্যাক এবং স্টারলাইট হোয়াইট এর মতো তিনটি কালার

অপশনে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 7 আগস্ট থেকে ওপ্পো ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল আউটলেটে সেল শুরু করা হবে।

লঞ্চ অফার হিসেবে 10 শতাংশ ইনস্ট্যান্ট ব্যাঙ্ক ক্যাশব্যাক পাওয়া যাবে। একইসঙ্গে 6 মাসের নো-কোস্ট EMI অপশন দেওয়া হবে।

ডিসপ্লে: Oppo A3x 5G স্মার্টফোনটিতে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1000 নিটস হাই ব্রাইটনেস এবং 89.9% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Oppo A3x 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensit 6300 SoC চিপসেট দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে 1072 মেগাহার্টস মালী G57 MC2 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: নতুন ওপ্পো ফোনটি 4GB LPDDR4X RAM, 4GB এক্সন্টেডেড RAM এবং 128GB পর্যন্ত eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 8MP (f/2.0) OV08D10 সেন্সর, FOV 78°, AF সহ 4P লেন্স এবং ওপেন-লুপ ফোকাস মোটোর দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটির ফ্রন্ট প্যানেলে 5MP লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি: Oppo A3x 5G স্মার্টফোনটিতে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5100এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: Oppo A3x 5G ফোনটি Android 14 এবং ColorOS 14.0.1 সহ কাজ করে।

অন্যান্য: এই স্মার্টফোনটিতে ডুয়েল সিম, 5জি, 4জি, ওয়াই-ফাই 5, ব্লুটুথ V5.3, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক দেওয়া রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস রিকগনিশন সাপোর্ট, MIL-STD 810 মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স, বেশ কিছু ত‍রল প্রতিরোধকারী টেস্ট করা হয়েছে এবং IP54 রেটিং যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Oppo A3x 5G ফোনটির ওজন 187 গ্রাম এবং থিকনেস 0.77 সেমি হবে।

You might also like!