Technology

6 months ago

Oneplus: জলের দরে কিনুন Oneplus এর ফোন, কতটাকা ছাড় পাবেন জানুন

Oneplus 11
Oneplus 11

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ানপ্লাসের একাধিক ফ্ল্যাগশিপ ফোনের উপর মিলছে প্রচুর ছাড়। Oneplus 11 এবং Oneplus 11Rএর উপর ১৪ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে ই কমার্সে।

Oneplus 11 এর ৪GB+ 256 GB ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৬ হাজার ৯৯৯ টাকা। এবং 16GB + 256 GB ভ্যারিয়েন্টের দাম ছিল ৬১ হাজার ৯৯৯টাকা। কিন্তু বিশেষ অফারে ওই দুটি মডেলের ক্ষেত্রে ১১ হাজার টাকা করে দাম কমানো হয়েছে। এছাড়াও ব্যাঙ্ক ডিসকাউন্টও রয়েছে।

এই দুটি অফার ছাড়াও Oneplus এর তরফে এক্সচেঞ্জ অফারও দেওয়া হয়েছে। তবে পুরনো ফোনের অবস্থা অনুযায়ী ওই ছাড় পাওয়া যাবে।

দুটি স্মার্টফোনেই পাবেন ৬.৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। 5000mAh ব্যাটারি এবং ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং-এর সুবিধাও রয়েছে।


You might also like!