Technology

8 months ago

OnePlus Buds:ভারতে লঞ্চ হল OnePlus Buds 3, 44 ঘন্টা পর্যন্ত চলবে ব্যাটারি, জেনে নিন দাম

OnePlus Buds 3
OnePlus Buds 3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের 23 জানুয়ারি, OnePlus দিল্লিতে একটি মেগা ইভেন্টের আয়োজন করেছিল। আর এই ইভেন্টে, কোম্পানি তার দু’টি নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে OnePlus 12 এবং OnePlus 12R। তবে শুধুই যে এই দু’টি ফ্ল্যাগশিপ ফোন বাজারে এসেছে, তেমনটা নয়। তার সঙ্গে কোম্পানি OnePlus Buds 3 নামে ইয়ারবাডও লঞ্চ করেছে। এই ইয়ারবাডে 44 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সহ 520mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলশন সাপোর্ট। আর আপনি 5.3 ব্লুটুথ কানেকশনের সাপোর্ট পেয়ে যাবেন।

OnePlus Buds 3 এর দাম এবং সেল

ভারতে OnePlus Buds 3 এর দাম 5,499 টাকা। আগামী 6 ফেব্রুয়ারি থেকে ওয়ানপ্লাস ডট ইন, আমাজন, ক্রোমা এবং অন্যান্য ওপ্পো পার্টনার স্টোরের মাধ্যমে এই ডিভাইস সেল করা হবে।

আরসিসি মেম্বাররা 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 800 টাকা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন।

নতুন OnePlus Buds 3 মেটালিক গ্রে এবং স্প্লেন্ডিড ব্লু কালারে পেশ করা হয়েছে।

OnePlus Buds 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার

এতে 10.4mm বুফার্স এবং 6mm টুইটার ডুয়েল ড্রাইভার দেওয়া হয়েছে। এতে কোম্পানি মোট 6 মাইক্রোফোন যোগ করেছে।

দুটি ইয়ারবাডে 3-3 মাইক্রোফোন দেওয়া হয়েছে যার ফলে আওয়াজ শুনতে কোনো সমস্যাই হবে না।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ব্লুটুথ 5.3 রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ইয়ারবাড 10 মিটার পর্যন্ত দুরত্বে কানেক্টিভিটি দিতে সক্ষম।

এতে 58mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এএনসি সাপোর্ট সহ এই বাড 6.5 ঘন্টা প্লেব্যাক দিতে পারে। তবে এএনসি অফ থাকলে ব্যাকআপ বেড়ে 10 ঘন্টা হয়ে যায়।

এই ইয়ারবাডের চার্জিং কেসে 520mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 28 ঘন্টা ব্যাকআপ দিতে পারে।

এই ইয়ারবাড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানি জানিয়েছে এটি মাত্র 10 মিনিট চার্জ করে 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায়।

এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP55 রেটিং আছে।

You might also like!