Technology

4 months ago

50MP সেলফি ক্যামেরা ও 125W চার্জিং সহ নয়া ফোন Moto X50 Ultra

Moto X50 Ultra
Moto X50 Ultra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃMotorola X50 Ultra ফোনের ওপর থেকে অবশেষে পর্দা সরানো হল। লেনোভো (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডের এই X সিরিজের ফোনটি Motorola Edge 50 Ultra মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বাজারে এসেছে। এতে রয়েছে ওলেড (OLED) ডিসপ্লে, IP68 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আসুন নবাগত Motorola X50 Ultra ফোনের সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে জেনে নেওয়া যায়।

Moto X50 Ultra: মূল্য এবং লভ্যতা

চীনা বাজারে Moto X50 Ultra ফোনের বেস ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,২৩০)। আর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলের মূল্য ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,৭০০ টাকা) এবং টপ-এন্ড ১৬ জিবি র‍্যাম + ১ টিবি মডেলটি ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৫,৪০০ টাকা) মূল্যে কেনা যাবে৷ বর্তমানে Motorola X50 Ultra ফোনটির প্রি-অর্ডার চলছে এবং এটি আনুষ্ঠানিকভাবে আগামী ২৪ মে থেকে চীনে বিক্রি হবে। এর গ্লোবাল মডেল, Motorola Edge 50 Ultra ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপলব্ধ রয়েছে। তবে ফোনটি ভারতীয় বাজারে কবে আসবে, সেসম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Moto X50 Ultra ফোনের স্পেসিফিকেশন

প্রসেসর: Moto X50 Ultra ফোনটি ব্র্যান্ডের প্রথম Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট সহ স্মার্টফোন হতে চলেছে। অর্থাৎ Motorola Edge 50 Pro ফোনেও এই একই প্রসেসর থাকতে পারে। জানিয়ে রাখি এই অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

স্কিন: তথ্য অনুযায়ী এই মোটোরোলা ফোনে 6.7 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হবে। পিওএলইডি প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল ডিসপ্লে 144 হার্টস রিফ্রেশ রেটে কাজ করবে। এই স্ক্রিন 2000 নিটস ব্রাইটনেস এবং এইচডিআর10+ সাপোর্ট করতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হবে। ডিটেইলস অনুযায়ী এই ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। এতে AI-adaptive stabilization, auto-focus tracking এবং AI photo enhancement engine এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার থাকবে।

ব্যাটারি: Moto X50 Ultra ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,500 এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই ফোনটি 125 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও এই ফোনে 50 ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।


You might also like!