Breaking News
 
TMC vs ED: আইপ্যাক কাণ্ডে ইডির ইমেল বিতর্ক, সুপ্রিম কোর্টে তৃণমূলের তীব্র প্রশ্ন Election Commission of India: এসআইআর শুনানিতে মাধ্যমিক অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশ JEE Main: বাংলার আবেদনে সাড়া NTA-র, ২৩ জানুয়ারি জয়েন্ট মেন পরীক্ষা স্থগিত Malaika-Arjun: পুরনো প্রেম কি তবে নতুন মোড় নিল? অর্জুনকে নিয়ে মালাইকার বিস্ফোরক স্বীকারোক্তি—ফের কাছাকাছি আসার গুঞ্জন তুঙ্গে Veer Pahariya:নূপুরের প্রীতিভোজে শুধুই বীরের দেখা! কৃতি-কবীবের জোড়া অনুপস্থিতিতে উসকে দিল বিচ্ছেদের জল্পনা—তবে কি সব শেষ? Celina Jaitly Reveals Husband Peter Haag : সংসারের ইতি কি উপহারের টোপ দিয়ে? সেলিনা জেটলির চোখের জলে ভিজল অ্যানিভার্সারি—বিচ্ছেদের খবরে তোলপাড় নেটপাড়া

 

Country

10 hours ago

Mumbai BMC Election 2026: মুম্বইয়ে চলছে বিএমসি নির্বাচন, ভোট দিলেন পীযূষ-সহ অনেকেই

Piyush Goyal Casts Vote In Mumbai BMC Polls
Piyush Goyal Casts Vote In Mumbai BMC Polls

 

মুম্বই, ১৫ জানুয়ারি : মুম্বইয়ে চলছে বিএমসি নির্বাচন। বৃহস্পতিবার সকাল থেকে সুষ্ঠুভাবেই শুরু হয়েছে ভোটদান। ইতিমধ্যেই ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর, অভিনেতা অক্ষয় কুমার, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল প্রমুখ। কিংবদন্তি ক্রিকেটার শচীন বিএমসি নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের আঙুলের কালির দাগ দেখান। তিনি বলেন, "এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটি আমাদের এমন একটি সুযোগ দেয়, যেখানে আমরা ভোটের মাধ্যমে আমাদের মতামত প্রকাশ করতে পারি। প্রত্যেকেরই বেরিয়ে এসে ভোট দেওয়া উচিত।"

বিএমসি নির্বাচনের জন্য মুম্বইয়ের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং তাঁর স্ত্রী সীমা গোয়েল তাঁদের আঙুলের কালির দাগ দেখান। পীযূষ বলেন, "গণতন্ত্রের এই উৎসবে অংশগ্রহণ করাটা এক বিরাট সৌভাগ্য। মুম্বই ভারতের আর্থিক ও বাণিজ্যিক রাজধানী। আমরা সবাই মুম্বইবাসী হিসেবে গর্বিত। মুম্বইয়ের অগ্রগতি ও বিকাশের মাধ্যমেই আমরা একটি উন্নত ও সমৃদ্ধ জাতির ভবিষ্যৎ দেখতে পাই।" বিএমসি নির্বাচনে ভোট দেওয়ার পর অভিনেত্রী টুইঙ্কল খান্না বলেন, "আমার মনে হয়, এটি আমাদের নিয়ন্ত্রণের একটি অনুভূতি দেয়, ঘটনার গতিপ্রবাহের উপর কিছুটা ক্ষমতা দেয় এবং আমি অভ্যাস ও আশা—উভয়ের কারণেই ভোট দিচ্ছি।"

আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত নাগপুরে মহারাষ্ট্রের পৌরসভা নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের আঙুলে লাগানো কালির দাগ দেখান। তিনি বলেন, "গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার নির্বাচনের জন্য ভোটদান অপরিহার্য এবং তাই এটি প্রত্যেক নাগরিকের কর্তব্য। একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং জনগণের কল্যাণের কথা মাথায় রেখে সঠিক প্রার্থীকে ভোট দেওয়া আমাদের দায়িত্ব। এটি দিনের প্রথম কর্তব্য এবং সেই কারণেই আমি সবার আগে এখানে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসেছি।"

You might also like!