
নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেনা দিবস উপলক্ষ্যে বীর সেনাদের শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, ভারতীয় সেনাবাহিনী দেশের ঐক্য, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় অবিচল। রাষ্ট্রপতি মুর্মু এক্স মাধ্যমে লেখেন, সেনা দিবস বীর সৈনিক, প্রাক্তন সৈনিক এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা। ভারতীয় সেনাবাহিনী আমাদের দেশের ঐক্য, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় অবিচল রয়েছে। আমাদের সৈন্যরা আমাদের সীমান্ত রক্ষা করেন এবং দুর্যোগ ও মানবিক সংকটের সময় গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন। আপনাদের অবিচল ‘দেশ সর্বোপরি’ মনোভাব প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে চলেছে।
Warm greetings to our brave soldiers, veterans, and their families on Army Day. The Indian Army remains steadfast in safeguarding the unity, sovereignty, and integrity of our nation. Our soldiers defend our borders and provide critical assistance during disasters and humanitarian…
— President of India (@rashtrapatibhvn) January 15, 2026
