Country

2 days ago

Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Rajganj BDO Prashanta Barman
Rajganj BDO Prashanta Barman

 

 দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সল্টলেকের দত্তাবাদে চাঞ্চল্যকর স্বর্ণব্যবসায়ী খুনের মামলায় বড়সড় ধাক্কা খেলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। সোমবার সুপ্রিম কোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী শুক্রবার অর্থাৎ ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

উল্লেখ্য, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনে তাঁর পরিবার বিডিও প্রশান্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ঘটনায় বিডিও যে যুক্ত, সেই সংক্রান্ত একাধিক তথ্য পুলিশের হাতে আসে। বিডিও ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কিন্তু রাজগঞ্জের ‘বিতর্কিত’ বিডিও প্রশান্ত বর্মনের নাগাল পেতে হিমশিম খেতে হয় কার্যত তদন্তকারীদের। এরমধ্যেই সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেন প্রশান্ত বর্মন। নিম্ন আদালত সেই আবেদন মঞ্জুর করে। পরে বিধানগর মহকুমা আদালতে হাজিরা দিয়ে তা কার্যকর করেন তিনি। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন হয়।

এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। যেখানে অভিযুক্ত প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করার আবেদন জানানো হয়। সেই মামলায় শুনানি শেষে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের নির্দেশ খারিজ করে আদালত। শুধু তাই নয়, ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে বলেও নির্দেশে জানান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও হাই কোর্টের নির্দেশ মেনে আদালতে আত্মসমর্পণ করেননি প্রশান্ত বর্মন। উলটে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজ সোমবার সেই মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় অভিযুক্ত প্রশান্ত বর্মনকে সংশ্লিষ্ট আদালতে আগামী ২৩ তারিখের মধ্যেই আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

You might also like!