
নয়াদিল্লি, ১৩ জানুয়ারি । “প্রবীণ সৈনিক দিবসে, আমি আমাদের প্রাক্তন সৈনিকদের বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগকে প্রণাম জানাই। তাঁদের অটল সাহস প্রতিটি ভারতীয়কে অনুপ্রাণিত করে।” বুধবার এভাবে শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
এক্সবার্তায় তিনি লিখেছেন, “প্রবীণ সৈনিক দিবস এবং সশস্ত্র বাহিনী পতাকা দিবসের মতো অনুষ্ঠানগুলি কেবল আমাদের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগই নয়, বরং তাঁদের প্রতি অর্থপূর্ণ সমর্থন জানানোরও সুযোগ। আমি নিশ্চিত যে আমাদের প্রবীণ সৈনিকরা জাতির স্বার্থে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।”
On Veterans’ Day, I salute the valour, dedication, and sacrifice of our ex-servicemen. Their unwavering courage continues to inspire every Indian. Occasions such as Veterans’ Day and Armed Forces Flag Day are not only opportunities to pay tribute to our brave soldiers, but also…
— President of India (@rashtrapatibhvn) January 14, 2026
