Technology

5 months ago

Moto G85 5G Sale: 32MP সেলফি ক্যামেরা এবং 3D কার্ভড স্ক্রিন সহ নতুন মোটো ফোনের আজ সেল, জানুন দাম কত

Moto G85 5G
Moto G85 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Motorola সম্প্রতি মিড-বাজেট সেগামেন্টে Moto G85 5G ভারতে লঞ্চ করেছিল। বাজেট প্রাইসে নতুন মোটো জি85 5G ফোনটি দুর্দান্ত লুক, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন অফার করে। আজ 16 জুলাই এই লেটেস্ট স্মার্টফোনের প্রথম সেল রাখা হয়েছে। আসুন মোটো জি85 5জি ফোনের দাম, সেল অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Moto G85 5G ফোনের দাম

Moto G85 5G ফোনটি দুটি RAM মডেলে সেল করা হবে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM ও 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 17,999 টাকা। একইভাবে 12GB RAM ও 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম 19,999 টাকা রাখা হয়েছে। আজ অর্থাৎ 16 জুলাই দুপুর 12টা থেকে কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেইল স্টোরের মাধ্যমে Olive Green, Cobalt Blue এবং Urban Grey কালারে সেল করা হবে।

Moto G85 5G ফোনের অফার

Moto G85 5G ফোনের দামে কোম্পানির পক্ষ থেকে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। Axis Bank ক্রেডিট কার্ড ইউজারদের 1 হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করলেও এই অফার উপভোগ করা যাবে।

যারা ফ্লিপকার্টে পুরনো ফোন এক্সচেঞ্জ করবেন তাঁরা ফোনের ভ্যালুর ওপর 1000 টাকা অ্যাডিশনাল এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন।

গ্রাহকরা Moto G85 5G ফোনটি মাত্র 1889 টাকা প্রতি মাসের বিনিময়ে 9 মাসের No Cost EMI এর মাধ্যমেও কেনা যাবে। স্কিম ও অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

Reliance Jio SIM ইউজাররা Moto G85 5G ফোনটি কিনলে 10,000 টাকা বেনিফিট পাবেন। জিও অফারে 2000 টাকা ক্যাশব্যাক ও 8000 টাকার পার্টনার কুপন পাওয়া যাবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

Moto G85 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G85 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ pOLED 3D কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 20:9 আসপেক্ট রেশিও, 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পীক ব্রাইটনেস রয়েছে। এই ফোনে সুরক্ষার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6এস জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: Moto G85 5G ফোনে 12GB পর্যন্ত RAM রয়েছে। ফোনটির RAM বুস্ট টেকনোলজির মাধ্যমে 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G85 5G ফোনে 30W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস, ডুয়েল সিম 5G, 4G, NFC, Bluetooth 5.1, 5GHZ Wi-Fi এবং 13 5G ব্যান্ড সহ পেশ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস 5 যোগ করে প্রোটেক্ট করা হয়েছে। এছাড়া এই ফোনে 4 বছর ওএস আপডেট পাওয়া যাবে।

You might also like!