Technology

4 months ago

Mobile Phone Charging: সারারাত চার্জ দিচ্ছেন স্মার্টফোন? মারাত্মক ৩ বিপদ হতে পারে যেকোনও সময়

Mobile Phone Charging
Mobile Phone Charging

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারাদিন ব্যবহার করার পর রাতে স্মার্টফোন চার্জে বসান অনেকেই। এমনকি সারারাত আনপ্লাগ অবস্থাতেই থাকে প্রিয় স্মার্টফোনের অ্য়াডপ্টার। এর ফলে বিপদ বাড়ে। জেনে নিন সারারাত ফোন চার্জ দিলে কী বিপদ হতে পারে?

দীর্ঘক্ষণ ফোন চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হতে পারে। ফলে ফোন ম্যালফাংশেনিং-এর সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, দীর্ঘসময় ধরে ফোন চার্জিংয়ে থাকলে ব্যাটারির ক্ষমতা কমে যায়। এর ফলে খুব অল্প দিনের মধ্যে ফোনের ব্যাটারি নষ্ট হতে পারে।

দীর্ঘসময় স্মার্টফোন চার্জ দিলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হতে পারে। এর ফলে বিদ্যুৎ অপচয় হয় বেশি।

সারারাত ফোন চার্জ দিলে চার্জিং অ্যাডপ্টার এবং কেবল খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দীর্ঘ সময় ধরে চার্জিং সকেটের সঙ্গে সংযুক্ত থাকে সেগুলি।


You might also like!