Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Technology

11 months ago

Mobile Charger: চার্জ শেষ মোবাইলের! রাস্তার কেনা চার্জারের দ্বারা চলে যেতে পারে সব টাকা

Mobile
Mobile

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যারা গত এক মাসের মধ্যে একাধিক বার শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন ধরেছেন, তাদের প্রত্যেকেরই  ব্যক্তিগত তথ্য এবং ছবি দিয়ে প্রতারণা করা হয়েছে বলে জানা গেছে। তদন্তে নেমে এমনটা প্রবণতা দেখে এন্টালি থানার পুলিশ আধিকারিকদের শিয়ালদহ স্টেশনে পাঠানো হয়েছিল খুঁটিয়ে তল্লাশি করতে তারপর সেখানে বহু খোঁজাখুঁজির শেষে তদন্তকারীদের চোখ যায় বিনামূল্যের একটি চার্জিং স্টেশনের দিকে। ততদিনে বিমানবন্দর, রেল স্টেশন, শপিং মল, বাজারের মতো দৈনন্দিন ব্যস্ত জায়গায় বৈদ্যুতিন যন্ত্র বা মোবাইল ফোন পাবলিক চার্জিং পোর্ট থেকে চার্জ করার ব্যাপারে সতর্ক হতে বলেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। রীতিমতো সাইবার বিশেষজ্ঞকে আনিয়ে এরপরে পুলিশ দেখে যে শিয়ালদহের মতো অন্যতম ব্যস্ত স্টেশনের ওই বিনামূল্যের চার্জিং পোর্ট বেহাত হয়ে গিয়েছে ফলে মোবাইলটা দোকানের চার্জে বসালেই পড়তে হচ্ছে প্রতারকদের খপ্পরে!   


কয়েকদিন হলো, অনেক অভিযোগ পাওয়ার পরে এমন চার্জিং স্টেশন ব্যবহার করা নিয়ে সাবধান করে রাস্তাঘাটে সচেতনতার প্রচার শুরুর পরিকল্পনা হয়েছে লালবাজারের পুলিশদের তরফে। তাদের দাবি, এমন চার্জিং স্টেশন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে নাহলে এধরনের চার্জিং স্টেশনে লাগানো ইউএসবি পোর্টের মাধ্যমে মোবাইল ফোন বা ট্যাবে থাকা ব্যক্তিগত তথ্য চলে যেতে পারে সাইবার ক্রাইম প্রতারকদের হাতে আর তাতে এমন ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনও মোবাইল বা ট্যাব চার্জে বসানো হলে সেটির দখল নেবে ওই ম্যালওয়্যার র্তের মধ্যে ব্যাঙ্ক সংক্রান্ত সমস্ত ব্যক্তিগত তথ্য, ছবি, ফোনে থাকা প্রয়োজনীয় নম্বর সবই চলে যাবে প্রতারকের দখলে। এর পরে মোবাইল ফোন বা ট্যাবটি যাঁদের, তাঁদের ছবি ব্যবহার করে সমাজমাধ্যমে ভুয়ো প্রোফাইল খুলে টাকা হাতানোর চেষ্টা করা হবে। ব্যাঙ্ক থেকেও লোপাট করে দেওয়া হতে পারে সারা জীবনের সঞ্চয়। বিমানবন্দর বা অন্য বেশ কিছু বিশেষ নজরদারির আওতায় থাকা এলাকায় যেহেতু সরাসরি এমন চার্জিং স্টেশন প্রতারকেরা বসাতে পারে না, তাই নিশানা করা হয় আগে থেকেই সেখানে থাকা চার্জিং স্টেশনগুলিকে। এ নিয়ে গত ফেব্রুয়ারি মাসের শেষে আরবিআই ব্যাংকের প্রকাশিত করা এক সচেতনতামূলক লিফলেট তুলে নিয়ে প্রচার করেছে পুলিশ। সেই সঙ্গে আরবিআই এটাও বলেছিল যে সকলের ব্যবহারের জন্য খোলা থাকা ওয়াইফাই এড়িয়ে চলা ভাল।  


লালবাজার পুলিশ জানাচ্ছেস যে ব্যক্তিগত পাওয়ার ব্যাঙ্ক বা নিজস্ব চার্জার ব্যবহারের কোনও বিকল্প নেই। তবু কোথাও চার্জিং স্টেশনে চার্জ করতেই হলে ফোনে কেবলটি লাগানোর পরে ‘ডেটা ট্রান্সফার’ না বেছে ‘অনলি চার্জ’ অপশনটি বেছে নেওয়া যেতে পারে। ফোনের সেটিংসে ঢুকে ‘অটো সিঙ্ক্রোনাইজ়ড’ অপশনটিও বন্ধ করা যেতে পারে। সেই সঙ্গে ফোনের অ্যান্টি ভাইরাসের পাশাপাশি নিয়মিত ফোনও আপডেট রাখা জরুরি। ‘ইউএসবি ডেটা ব্লকার অ্যাপ্লিকেশন’ ফোনে রেখে ব্যবহার করা হলে ভাল ফল পাওয়া যেতে পারে। সাইবার গবেষকদের দাবি মানুষদেরকে সচেতন করার পাশাপাশি এমন ঘটনা যেহেতু বেশিরভাগই গণপরিবহণ ক্ষেত্র থেকে হয় তাই তাঁদের উচিত আরেকটু নজর দেওয়া।  


You might also like!