Technology

7 months ago

Scorpio X নামে আসছে Mahindra-র নতুন গাড়ি

Mahindra's new car is called Scorpio X
Mahindra's new car is called Scorpio X

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারতীয় বাজারে দীর্ঘদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে মহিন্দ্রার Scorpio। বিগত প্রায় ২০ বছর ধরে ভারতীয় বাজারে চুটিয়ে বিকোচ্ছে এই গাড়িটি। ইতিমধ্যেই এই গাড়িটিতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। সর্বশেষ আপডেটের পর একেবারে নতুন লুকে সামনে এসেছে Mahindra-র সর্বাধিক বিক্রি হওয়া এই SUV-তে।Toyota ও Isuzu India সহ আরও বেশ কয়েকটি সংস্থা এই জাতীয় মডেল ভারতের বাজারে বিক্রি করে। এবারে মাহিন্দ্রা (Mahindra) সেই পথে পা বাড়াতে চলেছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি সংস্থাটি ভারতে Scorpio X নামের ট্রেডমার্ক দায়ের করেছে। যা এদেশে স্করপিওর পিক-আপ ভার্সন আসার জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

মাহিন্দ্রার আসন্ন এই গাড়িটি হতে পারে তাদের Global Pik Up কনসেপ্টের প্রোডাকশন রেডি ভার্সন। গত বছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এটি উন্মোচিত করেছিল সংস্থা। Scorpio N SUV-র উপর ভিত্তি করে তৈরি হয়েছে এটি। আশা করা হচ্ছে, এই পিকআপ ট্রাক ২০২৫-এ ভারতের রাস্তায় পথ চলা শুরু করবে।

Global Pik Up কনসেপ্ট মডেলটি গত বছর দক্ষিণ আফ্রিকায় আত্মপ্রকাশ করেছিল। এতে Scorpio N-এর বিভিন্ন ডিজাইন এলিমেন্ট দেখা গিয়েছে। আবার এর টেললাইটটি প্রথম প্রজন্মের স্করপিও থেকে নেওয়া হয়েছে। গাড়ির প্রোডাকশন ভার্সনটি এদেশে Scorpio X নামে আসবে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে।

Mahindra Scorpio X-এ ব্যবহার করা হতে পারে নতুন প্রজন্মের mHawk ডিজেল ইঞ্জিন। এটি সিক্স স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক, উভয় ট্রান্সমিশন অপশনে অফার করা হতে পারে। এমনকি থাকতে পারে ফোর হুইল ড্রাইভ সিস্টেম। ২.২ লিটার ডিজেল ইঞ্জিন থেকে উৎপন্ন হবে ১৭২ এইচপি ক্ষমতা এবং ৪০০ এনএম টর্ক।

উল্লেখযোগ্য ফিচার্সের তালিকায় দেখা মিলবে ছয়টি এয়ারব্যাগ, সানরুফ, সেমি অটোমেটিক পার্কিং, দ্বিতীয় পর্যায়ের অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস, 5G কানেক্টিভিটি, হারমান অডিও সিস্টেম এবং বিভিন্ন ড্রাইভ মোডের। এদেশে Mahindra Scorpio X-এর দাম ১২ লাখ থেকে ২২ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। বাজারে প্রতিপক্ষ হিসেবে পাবে Toyota Hilux ও Isuzu D-Max V-Cross-কে।


You might also like!