Technology

7 months ago

iQOO Neo 9 Pro, রয়েছে 24GB পর্যন্ত RAM এবং স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট

iQOO Neo 9 Pro
iQOO Neo 9 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ iQOO আজ ভারতের বাজারে বহুল প্রতীক্ষিত iQOO Neo 9 Pro স্মার্টফোনের ঘোষণা করলো। এটি হল একটি ফ্ল্যাগশিপ কিলার হ্যান্ডসেট, যা বিদ্যমান Neo 7 Pro মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। Neo-সিরিজের এই লেটেস্ট মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এতে – ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের LTPO AMOLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি আছে। চলুন নতুন iQOO Neo 9 Pro স্মার্টফোনের দাম, লভ্যতা, সেল অফার এবং কনফিগারেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোনের দাম, লভ্যতা ও সেল অফার

এদেশের বাজারে আইকো নিও ৯ প্রো স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এক্ষেত্রে ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা, ৩৭,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি – ফায়ারি রেড ও কনকারর ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছে।

iQOO Neo 9 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির 1.5কে এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 3000 নিটস পীক ব্রাইটনেস, HDR10+, 144Hz রিফ্রেশরেট, 1.07 বিলিয়ন কালার, 452PPI পিক্সেল ডেনসিটি এবং 93.43% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO Neo 9 Pro ফোনে 3.2Ghz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গেই সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Adreno 740 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: বাজারে এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে ডেটা স্টোর করার জন্য 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের 8GB RAM মডেলে 8GB এবং 12GB RAM মডেলে 12GB extended RAM ফিচার রয়েছে, যার ফলে এই ফোনে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Neo 9 Pro ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50MP IMX920 নাইট ভিশন ক্যামেরা সেন্সরের সঙ্গে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: iQOO Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5160mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

ওএস: iQOO Neo 9 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস এবং ফানটাচ ওএস 14 এর সঙ্গে পেশ করা হয়েছে।

অন্যান্য: iQOO Neo 9 Pro ফোনে আইপি54 রেটিং, ডুয়েল সিম 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সরের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার যোগ করা হয়েছে।


You might also like!