Technology

4 months ago

iQoo Phones: নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে আইকিউওও সংস্থা, জেনে নিন ফিচার

iQOO Z9s Pro
iQOO Z9s Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন সিরিজ (iQoo Smartphones)। এবার লঞ্চ হবে আইকিউওও জেড৯এস সিরিজ (iQoo Z9s Series)। শোনা গিয়েছে, আগামী মাসে অর্থাৎ অগস্টে এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি এই স্মার্টফোন সিরিজের কোন কোন মডেল লঞ্চ হবে ভারতে তাও ঘোষণা করেনি আইকিউওও সংস্থা। তবে অনুমান, অন্তত ২টো ফোন তো লঞ্চ হবেই। কিন্তু সেগুলি কী কী হতে চলেছে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

iQOO 4 আগস্ট বেঙ্গালুরু এবং কোয়েম্বাটুরে একটি ‘স্নিক পিক‘ সেশন আয়োজন করতে চলেছে এবং এখানে iQOO Z9s Pro দেখানো হবে। এই দিন ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন জানানো হবে, তবে দাম জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে। এই ইভেন্টে iQOO এর সদস্যরা শামিল হতে পারে। তবে এই সিরিজের অধীনে iQOO Z9s Pro এবং iQOO Z9s 5G স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

ছবি অনুযায়ী এই iQOO Z9s Pro স্মার্টফোনটি দুটি কালার অপশনে পেশ করা হবে বলে জানা গেছে। এই ফোনটি গ্লাস ফিনিশ এবং ভেগান লেদার অপশনে লঞ্চ করা হবে। এই ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সহ রিং ফ্ল্যাশ লাইট রয়েছে। একইসঙ্গে iQOO Z9s স্মার্টফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 2x Portrait Zoom সহ লঞ্চ করা হবে। এই ফোনেও Aura Light যোগ করা হবে।

iQOO Z9s এবং Z9s Pro এর স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: লিক অনুযায়ী iQOO Z9s Pro স্মার্টফোনটিতে এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির ফুলএইচডি + পাঞ্চ -হোল ডিসপ্লে সহ 120হার্টস রিফ্রেশ রেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য iQOO Z9s Pro 5G স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন সিরিজের চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনে হাই ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে অ্যান্ড্রয়েড 14 এবং ফ্যানটাচ ওএস 14 যোগ করা হতে পারে।

স্টোরেজ: এই সিরিজের প্রো মডেল বড়ো RAM সহ লঞ্চ করা হতে পারে। ভারতীয় বাজারে এ স্মার্টফোনটি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের ওআইএস সেন্সর সহ ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো সেন্সর যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য iQOO Z9s Pro 5G স্মার্টফোনে ফাস্ট চার্জিং ফিচার সহ শক্তিশালী 5,500এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।

জানিয়ে রাখি উপরোক্ত স্পেসিফিকেশনগুলি লিক এবং অনুমানের ভিত্তিতে বলা হয়েছে। iQOO Z9s Pro 5G স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

You might also like!