Technology

7 months ago

Redmi A3 Launch: 12GB পর্যন্ত RAM এবং চোখ ধাঁধানো ফিচার সহ আজ ভারতে আসছে সস্তা রেডমি ফোন

Redmi A3 Launch
Redmi A3 Launch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Redmi A3 ভারতীয় বাজারে আজ অর্থাৎ 14 February লঞ্চ হতে চলেছে। এই ফোনটি প্রিমিয়াম ডিজাইন সহ বাজারে আনা হবে। লঞ্চের আগেই আপকামিং রেডমি ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। আসুন জেনে নেওয়া যা নতুন রেডমি ফোনে কী থাকবে বিশেষ।

Redmi A3 কখন এবং কোথায় হবে লঞ্চ

রেডমি A3 ফোনটি আজ 14 ফেবরুয়ারি দুপুর 12টায় লঞ্চ করা হবে। ফোনটি শপিং সাইট Amazon এবং অফিসিয়াল সাইট থেকে বিক্রি হবে। আসুন দেখে নিই কী ফিচার থাকবে এই ফোনে।

Redmi A3 ফোনে কেমন হবে স্পেসিফিকেশন

রেডমি A3 ফোনে কোম্পানি প্রিমিয়াম Halo ডিজাইন অফার করছে। ফোনটি ডার্ক গ্রিন কালার অপশনে আসবে। এছাড়া, অ্যামাজন সাইট থেকে জানা গিয়েছে যে ফোনটি স্মুদ এবং স্টাইলিশ হবে। ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে।

আপকামিং রেডমি ফোনে 6 জিবি RAM এর সাথে ভার্চুয়াল 6 জিবি RAM দেওয়া হবে। কোম্পানির তরফে তার অফিসিয়াল সাইট এবং অ্যামাজনে এই ফোনে একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি করেছে।

ফোনে পাওয়ার দিতে এই ফোনে একটি বড় ব্যাটারি অফার করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে যে এতে 5000mAh এর বড় ব্যাটারি পাওয়া যাবে। এটি টাইপ-সি চার্জর সহ আসবে।

কত হবে দাম আপকামিং রেডমি ফোনের

রেডমির এই নতুন ফোনটি কত দামে বাজারে আসবে সেই বিষয় জানানো হয়েনি। তবে নতুন ফোনটি বাজেট সেগামেন্টে আসবে বলে জানা গিয়েছে।


You might also like!