Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

50MP ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Lava Blaze 2 Pro স্মার্টফোন

Lava Blaze 2 Pro
Lava Blaze 2 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Lava Blaze 2 Pro আজ ভারতে লঞ্চ হল। এর আগে গত এপ্রিলে এর বেস মডেল Lava Blaze 2 ভারতে আত্মপ্রকাশ করেছিল। নয়া ফোনটির দাম রাখা হয়েছে ১০ হাজার টাকার কম।‌ ফিচারের কথা বললে Lava Blaze 2 Pro ডিভাইসে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, বড় ব্যাটারি, ইউনিসক প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন এই হ্যান্ডসেটের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Lava Blaze 2 Pro এর দাম

কোম্পানি এখনও পর্যন্ত এই ফোনের দাম ঘোষণা করেনি, তবে Lava Blaze 2 Pro ফোনটি 128জিবি এবং 256জিবি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলটি 9,999 টাকা দামে পেশ করা হবে বলে জানা গেছে। একইভাবে টপ মডেলের দাম 12,999 টাকা রাখা হতে পারে। আশা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই এই ফোনের দাম জানানো হবে।

Lava Blaze 2 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Lava Blaze 2 Pro ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস 2.5ডি কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 90Hz রিফ্রেশরেট এবং 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এছাড়া এই ডিসপ্লেতে 269 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 16.7 মিলিয়ন কালার রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে UNISOC T616 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে ইউজাররা সুন্দর পারফরমেন্স পাবেন।

স্টোরেজ: এতে 8GB RAM + 8GB virtual RAM ফিচার যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে 128জিবি এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: Lava Blaze 2 Pro ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং দুটি 2 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 32 ঘন্টা স্ট্যান্ড বাই দিতে সক্ষম।

অন্যান্য: কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, 3.5 এমএম অডিও জ্যাক এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।

OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।

You might also like!