Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

1 year ago

Free AI Course : বিনামূল্যে AI কোর্স শেখাবে Amazon! যুক্ত হতে পারে প্রায় 20 লাখ কর্মী

Amazon (File Picture)
Amazon (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বহুমুখী কর্মকাণ্ডে এখন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর ভূমিকা অনস্বীকার্য। সময়ের থাকতে থাকতে এটি রপ্ত  করে ফেলতে হবে। তাই তরুণ আইটি কর্মীরা যাতে পিছিয়ে না থাকে তার সুবন্দোবস্ত করতে তৎপর অনলাইন ই-কমার্স সংস্থা Amazon।

সংস্থার তরফে জানানো হয়েছে, প্রায় 20 লাখ কর্মীদের এই কোর্সে যুক্ত করা হবে, সংস্থার পক্ষ থেকে কোর্সের নাম দেওয়া হয়েছে ‘Amazon AI Ready’ কোর্স। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS) এর সমীক্ষা অনুযায়ী, যে সমস্ত কর্মীরা AI দক্ষতায় রপ্ত হবেন তাঁরা 47 শতাংশ বেশি স্যালারি উপার্জন করতে পারবেন। 

2025 সালের মধ্যে বিশ্বব্যাপী 20 লাখ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাবে অ্যামাজন। যারা ফ্রেশার্স বা সবে সবে চাকরি শুরু করেছেন তাঁদের জন্য এই কোর্স অনেক বেশি কার্যকরী। কোর্সের তিনটি ধাপ রয়েছে। জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ভূমিকা, Amazon Code Whisperer সম্পর্কে ভূমিকা এবং জেনারেটিভ AI লার্নিং প্ল্যান। এর মধ্যে প্রথম দুটি কোর্স AWS Educate-এ পেয়ে যাবেন। আর শেষ কোর্সটি রয়েছে AWS Skill Builder-এ। 

You might also like!