Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Technology

2 years ago

Moto G54-এর সমস্ত ফিচার লিক, ব্যাটারি ও ক্যামেরায় থাকছে বড় চমক

Moto G54
Moto G54

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মোটোরোলা (Motorola) সম্প্রতি নিশ্চিত করেছে যে, তারা আগামী ৫ সেপ্টেম্বর চীনে Moto G54 লঞ্চ করবে। গত সপ্তাহে ফাঁস হওয়া রেন্ডার থেকে স্মার্টফোনটির ডিজাইন এবং কালার ভ্যারিয়েন্ট জানা গিয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার আগেই Moto G54-এর সমস্ত সস্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এসেছেছে।

মোটোরোলা ওয়েইবো পোস্টের মাধ্যমে Moto G54 5G ফোনটির অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা করেছে। আগামী 5 সেপ্টেম্বর চীনে এই ফোনটি পেশ করা হবে। এরপর ফোনটি গ্লোবাল এবং ভারতের বাজারেও লঞ্চ করা হবে। আশা করা হচ্ছে এই ফোনটি অত্যন্ত কম দামে পেশ করা হবে। ধারণা করা হচ্ছে এই ফোনের দাম 15 বা 20 হাজার টাকা রাখা হতে পারে।

Moto G54 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Moto G54 ফোনটিতে 6.54 ইঞ্চির FHD+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে।। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 20:9 আসপেক্ট রেশিও সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনের প্রসেসর ডিটেইলস এখনও পর্যন্ত জানা যায়নি।

স্টোরেজ: এতে 8GB RAM এর সঙ্গে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে। ফোনের মেমরি বাড়ানোর জন্য ফোনটিতে মাইক্রোএসডি কার্ড স্লট থাকবে। এর সাহায্যে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধা পাওয়া যাবে।

ক্যামেরা: ফোনটির রেন্ডারে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গিয়েছিল। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স দেওয়া হতে পারে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে বলে জানা গেছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Moto G54 5G ফোনটিতে দীর্ঘ ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে।

ওএস: Moto G54 5G ফোনে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম দেওয়া হতে পারে। পড়ে এটি আপডেটও পাবে।

You might also like!