Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Odisha

2 years ago

Odisha BSE matric exam 2024 : ঘোষনা হল ওডিশা বিএসই ম্যাট্রিক পরীক্ষার ২০২৪ দিনক্ষন! সব তথ্য জেনে নন বিশদে

The Board of Secondary Education 2024 (File Picture)
The Board of Secondary Education 2024 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক শিক্ষা বোর্ড (বিএসই), ওড়িশা বৃহস্পতিবার 2023-24 শিক্ষাবর্ষের বার্ষিক ম্যাট্রিকুলেশন পরীক্ষার তারিখ ঘোষণা করল। BSE দ্বারা জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, 2024 সালের জন্য বার্ষিক হাই স্কুল সার্টিফিকেট, মধ্যমিক  এবং স্টেট ওপেন স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে 20 ফেব্রুয়ারি 2024 থেকে চলবে  4 মার্চ 2024 পর্যন্ত।

বোর্ড 13 থেকে 16 সেপ্টেম্বর 2023-এর মধ্যে ক্লাস -10 (HSC এবং মধ্যমা) এর অর্ধবার্ষিক পরীক্ষা পরিচালনা হবে বলে জানা গিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড কর্তৃক প্রস্তুত অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলি জেলা পয়েন্টে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের কাছে 6 সেপ্টেম্বর 2023 তারিখে বা তার আগে বিতরণ করা হবে। পরীক্ষাটি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং সংশ্লিষ্ট স্কুলগুলি দ্বারা মূল্যায়ন করা হবে।

You might also like!