Odisha

3 months ago

Sudarshan Patnaik:জন্মাষ্টমী উপলক্ষে সমুদ্রসৈকতে বালু-ভাস্কর্য সুদর্শন পট্টনায়কের

Sudarshan Patnaik
Sudarshan Patnaik

 

পুরী, ২৬ আগস্ট : সোমবার গোটা দেশজুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। এই বিশেষ তিথি উপলক্ষে পুরীর সমুদ্রসৈকতে বালু-ভাস্কর্য গড়লেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক।

সমুদ্রসৈকতে তিনি এদিন এক সুন্দর কৃষ্ণের মূর্তি গড়েছেন। সেখানে জন্মাষ্টমীর শুভেচ্ছার সঙ্গে সমাজকে একটি বিশেষ বার্তাও দিয়েছেন তিনি তাঁর বালু-শিল্পের মাধ্যমে। কৃষ্ণের মূর্তির সামনেই শিল্পী লিখেছেন, "কিল দ্যা ইভিল"। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তাঁর এই ভাস্কর্য।

You might also like!