পাটনা, ৩ নভেম্বর : বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল পুরী-জয়নগর এক্সপ্রেস। শুক্রবার বিহার রাজ্যের জামুই জেলার হাওড়া-দিল্লি রুটে পুরী-জয়নগর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে যায়।
বিহারের জামুই জেলার হাওড়া-দিল্লি রুটে একটি বড় ট্রেন দুর্ঘটনা এড়ানও সম্ভব হয়েছে। জানা গিয়েছে, এদিন সকালে হাওড়া-দিল্লি রুটের সিমুলতলার কোটারভা বন এবং ঘোরপাদান রেলস্টেশনের কাছে রেলের ওভারহেড তারে আগুন লেগে তারটি জ্বলতে শুরু করে। ট্রেনটি ওভারহেড তারে আরও আঘাত করে এবং খুঁটির রড ভেঙে এগিয়ে গিয়ে থামে। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্য যে ট্রেনে আগুন লাগেনি। ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। চালক বিকট শব্দ শুনতে পান সেই সঙ্গে ওভারহেড তারে আগুনও দেখতে পান। ট্রেনের চালক ট্রেনটি থামানোর চেষ্টা করলেও থামাতে পারেননি। ট্রেনের গতি এত বেশি ছিল যে চালকের ট্রেন থামানো সম্ভব ছিল না। ট্রেনটি খুঁটির রড ভেঙে ওভারহেড তারকে আরও ধাক্কা দেয়। ট্রেনের চালক আর বেসরা, সিমুলতলার কর্তব্যরত স্টেশন মাস্টার মহেশ কুমারকে ঘটনাটি সম্পর্কে জানান।
ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পাটলিপুত্র এক্সপ্রেস সিমুলতলা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। হাওড়া মোকামা এক্সপ্রেস ঘোরপাদান স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে।