দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পর্যটনে নয়া পদক্ষেপ নিল ওড়িশা সরকার। ওড়িশার সিমলিপালেই একমাত্র দেখা মেলে বিরল কালো বাঘের। এবার সেখানেই চালু হতে চলেছে দেশের সর্ব প্রথম ‘কালো বাঘ সাফারি’। সুখবরটি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
ক্স বার্তায় ওড়িশার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওড়িশা সরকার ময়ূরভঞ্জ জেলার সিমলিপালে কালো বাঘের সাফারি তৈরির উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই চালু করতে চলেছে সাফারিটি। এটি চালু হলে, দেশের মধ্যে একমাত্র ওড়িশাতেই বিরল কালো বাঘ দেখতে পারবেন পর্যটরা।